বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় পেছালো
২০১৭ সালে রাজধানীর বনানীতে দ্য রেইনট্রি ঢাকা হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় করা মামলার রায় পিছিয়েছেন ঢাকার একটি আদালত।
ধর্ষণের ওই ঘটনায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়।
মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোসাম্মৎ কামরুন্নাহারের আদালতে এ মামলার রায় ঘোষণার কথা ছিল।
তবে তিনি বর্তমানে অসুস্থ এবং ছুটিতে থাকায় রায় ঘোষণা পেছানোর আদেশ দেয়া হয়। এখন পর্যন্ত রায় ঘোষণার জন্য নতুন কোনো তারিখ ধার্য করেননি আদালত।
এর আগে গত ৩ অক্টোবর একই বিচারক রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন এবং জামিনে থাকা পাঁচ আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলায় অপর অভিযুক্তরা হলেন- সাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল।
আসামিরা সবাই জামিনে ছিলেন। তাদের মধ্যে চারজন বিভিন্ন তারিখে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ মার্চ তারিখে অভিযুক্তদের বিরুদ্ধে বনানীর দ্য রেইনট্রি হোটেলে দুজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে। সে বছরেরই ৬ মে বনানী থানায় ভুক্তভোগীদের একজন মামলা দায়ের করেন।
২০১৭ সালের ৮ জুন পুলিশ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে ওই বছরের ১৩ জুলাই পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন আদালত।
এ মামলায় মোট ৪৭ সাক্ষীর মধ্যে ২২ জন সাক্ষ্য দিয়েছেন। চলতি বছরের ২২ আগস্ট মামলার সাক্ষ্য রেকর্ড করা সম্পন্ন হয়।