রেজা কিবরিয়া-নুরের নেতৃত্বে নতুন দল ‘গণ অধিকার পরিষদ’
"জনতার অধিকার, আমাদের অঙ্গীকার" এই স্লোগানে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া কে আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নরুল হক নুরকে সদস্য সচিব নির্বাচিত করে ৮৩ সদস্য বিশিষ্ট নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে।
"গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ"- এই চারটি মূলনীতি ও রাষ্ট্র সংস্কারে ২১ দফা কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।
এছাড়াও সংসদে ৩৫ শতাংশ নারী আসন নিশ্চিত করা ও সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান দলীয় প্রধান হতে পারবেন না বলেও প্রতিশ্রুতি দেয় দলটি।
মঙ্গলবার সকালে রাজধানীর পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয় প্রিতম জামান টাওয়ারে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, "মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে আমাদের এই অগ্রযাত্রা। আমরা দেশে গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ে আমরা রাজপথে নেমেছি। আমরা নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দিতা করবো, এককভাবে প্রার্থী হব। তবে ভোটাধিকার অধিকার আদায়ের লড়াইয়ে পক্ষের সকল পক্ষের সঙ্গে জোটবদ্ধ আন্দোলন করতে আমাদের দ্বিধা নেই,"
দলটির সদস্য সচিব নুরুল হক নুর বলেন, "দেশবাসী সকলের অধিকার আদায় ও প্রতিষ্ঠার জন্যই আমাদের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। দেশে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা ও শোষণ বৈষম্যের বিরুদ্ধে হবে আমাদের অবিরাম পথচলা।"