খালেদা জিয়ার বায়োপসির রিপোর্ট পাওয়া গেছে, চিকিৎসা চলছে
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বায়োপসির রিপোর্ট পেয়েছেন তার চিকিৎসকরা। সেই অনুযায়ী তারা সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসা শুরু করেছেন।
বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউ'তে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির একটি সুত্র জানিয়েছে, তার অবস্থা স্থিতিশীল রয়েছে, বিভিন্ন রকম টেস্ট রেজাল্টের ভিত্তিতে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ২৫ অক্টোবর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন জানান, ওনার শরীরে একটি ছোট লাম্প পাওয়া গেছে, যা অপসারণ করতে বায়োপসি করতে হবে।
এর আগে গত ১২ অক্টোবর জ্বর ও অন্যান্য কিছু শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দ্বিতীয়বারের মতো খালেদা জিয়াকে ভর্তি করা হয়।
গত ২৭ এপ্রিল কোভিড-১৯ সংক্রমিত হওয়ার পর প্রথমবার খালেদাকে এ হাসপাতালেই তাকে ভর্তি করা হয়েছিল। গত ১৯ জুন পর্যন্ত সেখানে তাকে কোভিড-১৯ ও অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার চিকিৎসা দেওয়া হয়।