জাকারবার্গের পদত্যাগ চান ফেসবুকের হুইসেলব্লোয়ার হাউগেন
ফেসবুক রিব্র্যান্ডিংয়ের জন্য সম্পদ অপচয় না করে নিজের পদ থেকে সরে দাঁড়িয়ে পরিবর্তনকে স্বাগত জানাতে মার্ক জাকারবার্গের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মী ও হুইসেলব্লোয়ার ফ্রান্সিস হাউগেন।
"মার্ক জাকারবার্গই সিইও থাকলে কোম্পানির কিছুই বদলাবে না", পর্তুগালের রাজধানী লিসবনে এক প্রযুক্তি সম্মেলনে বলেন তিনি।
জাকারবার্গের পদত্যাগ করা উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, "হয়তো এটিই অন্য কারো দায়িত্ব নেওয়ার সুযোগ। ব্যবহারকারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেবে এমন কেউ দায়িত্বে থাকলেই ফেসবুক আরও শক্তিশালী হবে"।
প্রায় ৩০০ কোটি ব্যবহারকারীর এ প্লাটফর্মটি গত সপ্তাহে কোম্পানির নাম বদলে 'মেটা' রেখেছে। মেটাভার্স হবে পরস্পরসংযুক্ত ভার্চুয়াল সমাজ—যেখানে মানুষ পরিচিতদের সঙ্গে দেখা করবে, কাজ করবে, খেলবে। এ উদ্দ্যেশ্যকে সামনে রেখে রিব্র্যান্ডিংয়ের দিকে এগোচ্ছে কোম্পানিটি।
রিব্র্যান্ডিংয়ের বিষয়ে হাউগেন বলেন, নিরাপত্তা ইস্যুর বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে এসব কাজের কোনো মানেই নেই।
হাউগেনের অভিযোগ, ইতোমধ্যে ফেসবুক যা নিয়ে কাজ করছে তার উন্নয়নে কাজ না করে বারবার নতুন নতুন খাতে ব্যবসা সম্প্রসারণ করছে।
ফেসবুকের ব্যবসায়িক নীতির বিষয়ে আইনপ্রণেতা ও নিয়ন্ত্রকদের সমালোচনার মধ্যেই কোম্পানিটির নাম পরিবর্তনের ঘোষণা আসে।
ডুয়াল ক্লাস শেয়ার স্ট্রাকচারের মাধ্যমে জাকারবার্গ এবং অল্প কিছু বিনিয়োগকারীই কোম্পানিটি নিয়ন্ত্রণ করেন। সমালোচনার জবাবে কোম্পানিটি দাবি করেছে, হাউগেনের প্রকাশিত তথ্য মিথ্যা ভাবমূর্তি তৈরিতে ব্যবহৃত হচ্ছে।
গত মাসে ব্রিটিশ ও আমেরিকান আইনপ্রণেতাদের হাউগেন জানান, ব্যবহারকারীদের বেশি সময় ধরে রাখতে বেশ কিছু বিবাদপূর্ণ ভৌগলিক অঞ্চলে অ্যালগরিদমের মাধ্যমে আরও বেশি আক্রমণাত্মক ও বিদ্বেষপূর্ণ কন্টেন্ট দেখানো হয়। তাই, ফেসবুক অ্যালগরিদম না বদলালে বিশ্বব্যাপী আরও সহিংস ঘটনার সূত্রপাত হবে।
- সূত্র: রয়টার্স