কপ-২৬ সম্মেলনের অন্যতম ‘ডিলমেকার’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন
যুক্তরাজ্যের গ্লাসগো'তে কপ-২৬ জলবায়ু সম্মেলনে চলছে উন্নত দেশগুলোর সঙ্গে ও উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশের আলোচনা। এসব আলোচনার ভিত্তিতে বিরূপ জলবায়ু মোকাবিলায় নানান রকম চুক্তিও হচ্ছে। এসব চুক্তি সম্পাদনে যারা প্রভাবশালী ভূমিকা রাখছেন তাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও বিবিসির একটি প্রতিবেদনে উঠে এসেছে। সেখানে বলা হয়, তার বলিষ্ঠ ভূমিকা সম্মেলনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে।
'ক্লাইমেট চেঞ্জ: ফাইভ ডিলমেকার হু উইল ইনফ্লুয়েন্স দ্য আউটকাম অ্যাট কপ-২৬' শীর্ষক বিবিসি প্রতিবেদনে বলা হয়, 'সম্মেলনে আন্তর্জাতিক গণমাধ্যমে বেশি আলোচিত হচ্ছে পরিবেশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ, গণমাধ্যম কর্মী স্যার ডেভিড অ্যাটেনবরোসহ প্রভাবশালী দেশের সরকার প্রধানদের ভূমিকা। কিন্তু, ১৯৭টি দেশকে একযোগে কাজ করতে রাজী করাতে আসল মধ্যস্তততার কাজ করছেন অপেক্ষাকৃত কম পরিচিত কয়েকজন কূটনীতিক ও মন্ত্রী।'
'জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৪৮ দেশের ফোরামের পক্ষে বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলছেন' বলে প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদনে 'প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন অভিজ্ঞ ও সোজাসাপ্টা কথাবার্তায় বিশ্বাসী রাজনীতিক' হিসেবে উল্লেখ করে বলা হয়, তিনি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের প্রকৃত অভিজ্ঞতা কপ সম্মেলনে তুলে ধরেছেন।
কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ড. জেন অ্যালানের মন্তব্য উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, 'জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে মানবিক রুপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ব্যক্তিত্ব। ফলে এর ভয়াবহ প্রভাব সম্পর্কে বিশ্ব নেতারা আরও ভালোভাবে জানতে পারছেন।'
শেখ হাসিনার পাশপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখা অন্যরা হলেন- চীনের বিশেষ দূত জিয়ে ঝেনহুয়া, সৌদি মধ্যস্ততাকারী আয়মান শাসলি, ব্রিটিশ মিনিস্টার অব স্টেট ও কপ-২৬ সম্মেলনের সভাপতি অলক শর্মা এবং স্পেনের পরিবশগত পরিবর্তন বিষয়ক মন্ত্রী টেরেসা রিবেরা।
তাদের ভুমিকার গুরুত্ব নিয়ে বিবিসি প্রতিবেদনে প্রকাশ, 'জলবায়ু বিষয়ে বিভিন্ন দেশের জাতীয় স্বার্থে প্রাধান্যের ভিন্নতা রয়েছে। কিন্তু, সম্মেলনে নিজেদের অবস্থান জোরদার করতে অংশগ্রহণকারী দেশগুলো বিভিন্ন ব্লক বা জোটবদ্ধ হওয়ায় বিষয়টি আরও জটিল রূপ নিয়েছে। তাছাড়া, একটি দেশ একইসাথে বিভিন্ন গ্রুপেরও সদস্য হতে পারে।'