নোলানের নতুন ছবিতে রবার্ট ডাউনি জুনিয়র ও ম্যাট ডেমন
ক্রিস্টোফার নোলানের নাম শুনেই যেন নড়েচড়ে বসেন সিনেমাপ্রেমীরা। 'টেনেটে'র পর এবার নতুন চলচ্চিত্র 'ওপেনহাইমার' নিয়ে আসছেন খ্যাতনামা এই পরিচালক।
বাতাসে জোর গুঞ্জন, ব্লকবাস্টার বায়োপিকটিতে অভিনয়ের জন্য রবার্ট ডাউনি জুনিয়র ও ম্যাট ডেমনকে বেছে নিয়েছেন নোলান। এর আগে সিনেমার নাম ভূমিকায় অভিনয়ের জন্য কিলিয়ান মার্ফির নাম চূড়ান্ত হয়।
কদিন আগেই মাত্র ওয়ার্নার ব্রোস স্টুডিওর সঙ্গে নাটকীয়ভাবে সম্পর্ক ছিন্ন করেন নোলান। 'ওপেনহাইমার' সিনেমার মাধ্যমে এবারই প্রথম ইউনিভার্সাল স্টুডিওর সাথে কাজ করতে যাচ্ছেন তিনি।
ম্যানহাটন প্রজেক্টের প্রধান বিজ্ঞানী ও 'ফাদার অব অ্যাটমিক বম্ব' বলে পরিচিত, জে. রবার্ট ওপেনহাইমার এই সিনেমার মূল চরিত্র। এর আগে ওপেনহাইমারের স্ত্রী ক্যাথেরিন ভিসারিং ওপেনহাইমারের ভূমিকায় এমিলি ব্লান্টের অভিনয়ের কথাও শোনা যায়।
'ইন্টারস্টেলার' চলচ্চিত্রের মাধ্যমে আগেই নোলানের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে ম্যাট ডেমনের। কিন্তু রবার্ট ডাউনি জুনিয়রের জন্য এটিই নোলানের সাথে প্রথম কাজ।
কাই বার্ড ও মার্টিন জে শেরউইন এর লেখা, পুলিৎজার পুরস্কারজয়ী বই 'আমেরিকান: প্রমিথিউস দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অফ জে রবার্ট ওপেনহাইমার' অবলম্বনে নির্মিত হবে নোলানের 'ওপেনহাইমার।'
ছবিটি ২০২৩ সালের ২১ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।