পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহবান ওবায়দুল কাদেরের
জনদুর্ভোগের কথা বিবেচনা করে দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহারের জন্য গণপরিবহন মালিক এবং শ্রমিকদের প্রতি আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার নিজ বাসভবনে এক ব্রিফিংকালে এ আহবান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, আগামী রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিএ) ভাড়া পুনঃনির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সেখানে সংশ্লিষ্ট অংশীদারদের আলোচনার মাধ্যমে জনমানুষের সুবিধা বিবেচনায় একটি বাস্তবসম্মত ও উপযুক্ত ভাড়া নির্ধারণ করা হবে।
বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল বাড়ানো প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ক্রমবর্ধমান ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের কারণে টোলের হার বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০১১ সালে বঙ্গবন্ধু সেতুতে টোল বাড়ানো হয়েছিল।
"দীর্ঘ ১০ বছর পর এবার সেতুর টোল বাড়ানো হলো। অন্যদিকে, ২০০৮ সালে মুক্তারপুর সেতু উদ্বোধনের পর এই প্রথম টোলের হার বাড়ানো হলো", বলেন তিনি।