সেমি-ফাইনালে কে কার প্রতিপক্ষ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াই প্রায় শেষ দিকে। আর মাত্র একটি ম্যাচ বাকি আছে। ৮ নভেম্বর সুপার লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নামিবিয়া। যদিও এই ম্যাচ এখন অর্থহীন। এরই মধ্যে সেমি-ফাইনালের চার দল নিশ্চিত হয়ে গেছে।
সেমি-ফাইনালে ওঠা চার দল হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান। রোববার সর্বশেষ দল হিসেবে শেষ চার নিশ্চিত করে নিউজিল্যান্ড। এই গ্রুপের সেরা দল হিসেবে শেষ চারে লড়তে যাচ্ছে পাকিস্তান। তারা পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে।
নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের ৪টি জিতে সেমি-ফাইনাল নিশ্চিত করে। কিউইদের চতুর্থ জয়টি চাবুকের মতো করে আঘাত হেনেছে ভারতের গায়ে। নিউজিল্যান্ডের জয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় কোহলিদের। বাকি থাকা ম্যাচে নামিবিয়াকে হারালেও ভারতের জয় হবে তিনটি।
গ্রুপ পর্বের দুই ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে যায় সেরা চার দল। পাকিস্তান-স্কটল্যান্ড ম্যাচের পর নিশ্চিত হয় সেমি-ফাইনালে কে কার প্রতিপক্ষ। দুই নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অজিরা এক নম্বর গ্রুপের রানার্সআপ।
এক নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের প্রতিপক্ষ দুই নম্বর গ্রুপের রানার্সআপ নিউজিল্যান্ড। আগামী ১০ নভেম্বর আবু ধাবিতে প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ১১ নভেম্বর দুবাইয়ে দ্বিতীয় সেমি-ফাইনালে লড়বে পাকিস্তান-অস্ট্রেলিয়া। ১৪ নভেম্বর দবাইয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।