তাড়াশে লরি চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের তাড়াশে গ্যাসবাহী লরির নিচে চাপা পড়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মান্নাননগর ৬নং ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিনুমরিচ এলাকার শ্রী হরেন কুমারের ছেলে শ্রী স্বপন কুমার (২২) ও একই এলাকার শ্রী দিজেন দাসের ছেলে আশিষ দাস (২১)।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই ডালিম হোসেন জানান, মোটরসাইকেলটিতে ৪ জন আরোহী ছিল। ঢাকাগামী গ্যাসবাহী লরিটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি লরির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। লরিটি আটক করা হয়েছে।