সাতক্ষীরায় টানা সপ্তম বারের মতো চেয়ারম্যান নির্বাচিত বিএনপি নেতা
এবার সপ্তম বারের মত সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আলীম।
১৯৮৮ সালের ২৯ ডিসেম্বর থেকে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও জয়লাভ করেছেন বিএনপির এই স্বতন্ত্র প্রার্থী।
জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, লাবসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন আওয়ামী লীগের নজরুল ইসলাম। এই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে লড়েন আব্দুল আলীম। ফলাফলে দেখা যায়, নৌকা প্রতীক পেয়েছে ৩৩০০ ভোট। অপরদিকে, ১৬ হাজার ৩৮৫ ভোট পেয়ে জয়ী হয় আনারস প্রতীক।
লাবসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, "সাতক্ষীরা সদর থানা বিএনপির সহ সভাপতি ও লাবসা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি থাকাকালে নির্বাচনে অংশ নিয়ে ১৯৮৮ সালের ২৯ ডিসেম্বর আমি প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হই। তখন আমার বয়স ছিল ২৮ বছর। এরপর থেকে এই ইউনিয়নটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছি। এর মধ্যে ছয়টি নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছি আমি। এবার সপ্তম বারও জনগণ আমাকে ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করিয়েছে।"
তিনি বলেন, "ইউনিয়নের সকল মানুষ ও বিএনপির নেতাকর্মীরা আমাকে ভালোবাসেন। বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি আমি। মানুষের বিপদে পাশে থাকা, এলাকার উন্নয়নে কাজ এবং সাধ্যের সবটুকু দিয়ে গরীব-দুঃখী মানুষকে সহযোগিতা করার কারণেই মূলত ইউনিয়নের জনগণ আমাকে ভোট দেয়। অতীতেও যেভাবে মানুষের পাশে থেকে সেবা দিয়েছি, আগামীতেও সেভাবেই মানুষের পাশে থাকতে চাই আমি।"