সীমান্ত হত্যা উভয় দেশের জন্যই দুঃখজনক: ভারতীয় হাইকমিশনার
সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্যই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
আজ সোমবার সকালে দিনাজপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "নিশ্চিতভাবে সীমান্ত হত্যা উভয় দেশের জন্য দুঃখজনক এবং প্রত্যাশিত নয়। ভারতীয় সীমান্তরক্ষীদের সুনির্দিষ্টভাবে বলা হয়েছে তাদের উপর হামলার আশঙ্কা না থাকলে তারা যেন কোনো অবস্থাতেই সীমান্তে গুলি না চালায়। কোনো দেশেই সীমান্ত হত্যা চাই না আমরা।"
দিনাজপুরে রায়সাহেবাড়ী এলাকায় ভারত সরকার কর্তৃক এক কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, "আমরা যদি পরিসংখ্যান বিবেচনায় নেই, তাহলে যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সীমান্ত হত্যা অনেক কমেছে। সীমান্তে যেকোনো হত্যাকাণ্ড অথবা আহতের ঘটনা উভয় দেশের জন্য দুঃখজনক। দুই দেশের সম্মিলিত পদক্ষেপে এ ধরনের দুঃখজনক ঘটনা নিরসন করতে হবে।"
এর আগে গত রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সীমান্ত হত্যাকাণ্ডের ব্যাপারে বলেন, এটি ভারতের জন্য লজ্জার বিষয় এবং বাংলাদেশিদের জন্য দুর্ভাগ্যজনক।