নিউইয়র্কে নতুন জীবন শুরু করলেন জাপানের রাজকুমারী
প্রেমের জন্য সবকিছু ছেড়ে অবশেষে যুক্তরাষ্ট্রে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন জাপানের সাবেক রাজকুমারী মাকো কোমুরো। রাজপরিবার ও রাজকীয় মর্যাদা-পদবী বিসর্জন দিয়ে স্বামীর হাত ধরে নিউইয়র্কে এসে পৌঁছেছেন তিনি।
গত ২৬ অক্টোবর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের প্রেমিক কেই কোমুরোকে বিয়ে করেন মাকো। কোমুরোর মায়ের সঙ্গে তার প্রেমিকের অর্থ-সংক্রান্ত এক কেলেঙ্কারির জেরে দীর্ঘদিন যাবত আলোচনার কেন্দ্রে ছিলেন এই জুটি। এই ঘটনা তাকে 'অত্যন্ত দুঃখ ও আঘাত' দিয়েছে বলে জানিয়েছেন মাকো।
মাকো যে বিয়ের পর নিউইয়র্কে পাড়ি জমাবেন, সে গুজব অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো। এবার তা সত্যি হলো। রোববার একটি বাণিজ্যিক ফ্লাইটে করে টোকিও থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন তিনি। জাপানি টিভি চ্যানেলগুলোর ফুটেজে দেখা যায়, নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে গাড়ির জন্য অপেক্ষারত এই জুটিকে ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা। নিউইয়র্কে আইনজীবি হিসেবে কাজ করছেন কেই, তার পড়াশোনাও এখানকার একটি ল স্কুল থেকে।
জাপানের আইন অনুযায়ী, রাজপরিবারের কোনো নারী সদস্য কোনো সাধারণ পুরুষকে বিয়ে করলে তার রাজকীয় পদমর্যাদা হারাবেন। তবে রাজপরিবারের পুরুষ সদস্যদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।
কিন্তু কোনো অবস্থাতেই নিজের সিদ্ধান্তে পিছপা হননি জাপানের সম্রাট নারুহিতোর ভাগ্নী মাকো। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, "সে (কেই কোমুরো) এমন একজন মানুষ যাকে ছাড়া আমি চলতে পারবো না। আমাদের বেঁচে থাকার জন্য এবং হৃদয়কে অনুসরণের জন্য বিয়ে করার সিদ্ধান্তটা জরুরি ছিল।"
২০১৭ সালে মাকো ও কেই কোমুরোর বাগদানের পর থেকে কেইয়ের পরিবারকে নিয়ে বেশকিছু সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনগুলোতে বলা হয়, কেই কোমুরোর পরিবার আর্থিক সংকটে ভুগছে।
সে সময় রাজপরিবারের হাউজহোল্ড এজেন্সি জানিয়েছিল, গণমাধ্যমে এ বিষয়ে প্রচুর লেখালেখির কারণে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে ভুগছেন মাকো।
গত মাসে বিয়ের পর এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন মাকো। এ প্রসঙ্গে তিনি বলেন, "একপাক্ষিক গুজব ও ভিত্তিহীন গল্প ছড়িয়ে পড়ায় খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি। দুঃখকষ্ট ঘিরে ধরেছিল আমাকে।"
ওই সংবাদ সম্মেলনে তার স্বামী কেই বলেন, মাকোর শারীরিক ও মানসিক বিপর্যয় দেখে তিনিও অত্যন্ত দুঃখিত হয়ে পড়েছিলেন। তিনি বলেন, "আমি মাকোকে ভালোবাসি। আমাদের একটাই জীবন, সেটা আমরা যাকে ভালোবাসি তার সাথেই পার করতে চাই।"
মাকো-কোমুরো জুটির গল্পকে অবধারিতভাবেই ব্রিটেনের রাজকীয় জুটি হ্যারি-মেগানের সাথে তুলনা করা হচ্ছে।
জাপানি গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিউইয়র্কে বসবাসের জন ইতোমধ্যেই সব বন্দোবস্ত করে ফেলেছেন মাকো ও তার স্বামী। তবে শহরের ঠিক কোন জায়গায় তারা তাদের নতুন সংসার সাজাবেন, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: দ্য গার্ডিয়ান