ঢাকা এসেছেন বাবর-মালিক
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে গত শনিবার ঢাকা এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সোমবার থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছে সফরকারীরা। অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিককে ছাড়াই এসেছিল পাকিস্তান। এই দুই ক্রিকেটার মঙ্গলবার ঢাকা এসে পৌঁছেছেন।
এসেই দলের সঙ্গে যোগ দেওয়া হচ্ছে না তাদের। আগে করোনা পরীক্ষা হবে তাদের। নেগেটিভ হলে দলের সঙ্গে যোগ দেবেন বাবর-মালিক। বুধবার থেকে অনুশীলন করার কথা তাদের। বিষয়টি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস।
দলের সঙ্গেই বাংলাদেশে এসেছেন ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানো মোহাম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টিতে এক পঞ্জিকবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড করা ও টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহক হওয়া ডানহাতি এই ব্যাটসম্যান বিশ্রামে ছিলেন। আজ থেকে অনুশীলনে যোগ দিয়েছেন রিজওয়ান।
টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টি আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ মিরপুরেই ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুরে।
পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ–অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।
পাকিস্তান টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিফ রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।