মায়া, কামরুল ও লিটন আ.লীগের সভাপতিমণ্ডলীর নতুন সদস্য
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দুই সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং রাজশাহী মহানগর সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ নভেম্বর) শাসক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নেতারা এসময় উপস্থিত ছিলেন।
এতদিন দলের ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীর এ তিনটি পদ শূন্য ছিল। করোনা মহামারিকালে সভাপতিমণ্ডলীর তিন সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এবং সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে তাদের পদগুলো শূন্য হয়।