‘মনে হচ্ছে পাকিস্তানেই খেলা হচ্ছে’- বলছেন ফকর
প্রথম টি-টোয়েন্টির আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বাংলাদেশিদের সমর্থনের কথা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। বাংলাদেশের ক্রিকেটভক্তরা সব সময়ই পাকিস্তানকে সমর্থন করে বলে মনে করেন বাবর। এবার ফকর জামান যেটা বললেন, তা কিছুটা চমকে দেওয়ার মতোই। বাঁহাতি এই ব্যাটসম্যান বুঝতেই পারছেন না খেলা বাংলাদেশ নাকি পাকিস্তানে হচ্ছে।
তার এমন মনে হওয়ার যথেষ্ট কারণও আছে। চলতি এই সিরিজ দিয়ে গ্যালারিতে দর্শক ফেরানো হয়েছে। যেখানে বাংলাদেশি সমর্থকের পাশাপাশি দেখা মিলছে পাকিস্তানি সমর্থকদেরও। পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছেন অনেক বাংলাদেশিও। কেউ কেউ গ্যালারিতে হাজির হচ্ছেন পাকিস্তানের পতাকা নিয়ে।
পাকিস্তানের ব্যাটসম্যানদের চার-ছক্কা কিংবা তাদের উইকেট প্রাপ্তিতে মিরপুরের গ্যালারি ফেটে পড়ছে উল্লাসে। বাংলাদেশের মানুষদের কাছ থেকে এমন সমর্থন পেয়ে অভিভূত ফকর। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের এই জয়ের নায়ক বুঝতে পারছেন না বাংলাদেশ নাকি নিজ দেশে খেলা হচ্ছে।
বাংলাদেশের সমর্থকদের ব্যাপারে প্রশ্ন করা হলে ম্যাচসেরা ফকর বলেন, 'আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না (এত সমর্থন)। কারণ ২০১৮ সালেও আমি এখানে এসেছিলাম, এত দর্শককে দেখিনি পাকিস্তানকে সমর্থন করতে। যত লোক আসছে, আমাদের সমর্থন করছে, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। বিশ্বাসই হচ্ছে না; মনে হচ্ছে পাকিস্তানেই খেলা হচ্ছে।'
ফকর আরও বলেন, 'আমরাও যদি কোনো উইকেট নিই, কোনো ভালো শট খেলি, আমাদেরও তেমনই সমর্থন মিলছে, যতটা সমর্থন বাংলাদেশের ক্রিকেটারদের মিলছে। এমনকি বাংলাদেশের দর্শকও আমাদের সমর্থন করছে। দারুণ খুশির ব্যাপার এটা।'