ভারত-পাকিস্তানসহ ৬ দেশ থেকে সৌদির ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
ভারত ও পাকিস্তানসহ ছয় দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। কোভিডের জন্য গত ফেব্রুয়ারি মাসে ২০টি দেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
বৃহস্পতিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এখন থেকে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মিসর ও ভিয়েতনাম এই ছয় দেশের প্রবাসীরা কোভিড টিকার পূর্ণ ডোজ গ্রহণ করলে সরাসরি সৌদি যেতে পারতেন। ১ ডিসেম্বর থেকে এই নীতি কার্যকর হবে।
এর আগে ফেব্রুয়ারি মাসে কোভিড নিয়ন্ত্রণে ২০ দেশ থেকে সরাসরি ভ্রমণে সৌদি আরব নিষেধাজ্ঞা জারি করে। দেশগুলো হলো: লেবানন, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, জাপান, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও মিসর।
নিষেধাজ্ঞায় বলা হয়, এসব দেশের নাগরিকদের সৌদি প্রবেশ করতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই ২০ দেশে ট্রানজিট সুবিধা নেওয়া ভ্রমণকারীদের ওপরও একই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
- সূত্র: আরব নিউজ