ইনস্টাগ্রামে আলিয়া ভাটকে পেছনে ফেললেন ক্যাটরিনা কাইফ
ভিকি কৌশলের সঙ্গে প্রেমের গুঞ্জন থেকে শুরু করে বিয়ে কিংবা অক্ষর কুমারের সাথে জুটি বেধে 'টিপ টিপ বারসা পানি'র মাধ্যমে পুরনো দিনের হিন্দি গানের আবেগ ফিরিয়ে আনা, সবটাতেই আছেন ক্যাটরিনা কাইফ। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হালের আরেক জনপ্রিয় তারকা আলিয়া ভাটকে পেছনে ফেলে আবারও প্রমাণ করলেন, সময় এখন ক্যাটরিনা কাইফেরই!
ইনস্টাগ্রামে ক্যাটরিনার অনুসারীর সংখ্যা ৫৭ মিলিয়ন ছাড়িয়েছে। এই মুহূর্তে ৫৭.৪ মিলিয়ন অনুসারী নিয়ে আলিয়া ভাটকে পেছনে ফেলেছেন ভিনদেশ থেকে আসা এই বলিউড অভিনেত্রী। আলিয়া ভাটের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ৫৭.১ মিলিয়ন।
চলতি বছরের জানুয়ারিতেও জনপ্রিয়তার বিচারে আলিয়ার চাইতে পিছিয়ে ছিলেন ক্যাট। সে সময় 'সূর্যবংশী' তারকার অনুসারীর সংখ্যা ছিল ৪৬ মিলিয়ন, অন্যদিকে আলিয়ার অনুসারীর সংখ্যা ছিল ৫০ মিলিয়ন।
অনেকদিন যাবতই ক্যাটরিনার সাবেক প্রেমিক রণবীর কাপুরের সাথে চুটিয়ে প্রেম করছেন আলিয়া ভাট। তবে অভিনেতা ভিকি কৌশলের সাথে বিয়ের খবর চাউর হওয়ার পরেই ক্যাটরিনার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ডিসেম্বরের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই জুটি।
সূত্র: জিও টিভি