ব্যালন ডি’অরের কথা শুনেই হাসিতে ফেটে পড়লেন সালাহ
বলা হচ্ছে, তিনি এ মুহূর্তে বিশ্বের সর্বশ্রেষ্ট ফুটবলার। কিন্তু সদ্য ঘোষিত ব্যালন ডি'অরের তালিকায় দুর্দান্ত ফর্মে থাকা মোহামেদ সালাহর জায়গা হয়েছে সপ্তম স্থানে।
লিগে বর্তমানে সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্টের মালিক এই মিশরীয়র সামনে ছিলেন প্রিমিয়ার লিগেরও তিন ফুটবলার।
কিন্তু এ হতাশা গায়ে না মেখে ব্যালন ডি'অর-পরবর্তী প্রথম ম্যাচে আবার চিরচেনা রূপেই ফিরেছেন সালাহ। বুধবার লিগের ম্যাচে এভারটনকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পথে করেছেন জোড়া গোল।
মৌসুমে ইতোমধ্যে ১৯ ম্যাচে ১৯ গোল ও ৮ অ্যাসিস্ট করা সালাহকে ম্যাচের পর জিজ্ঞেস করা হয়, ব্যালন ডি'অরের তালিকায় নিজের অবস্থান দেখে কী ভেবেছেন। প্রশ্নটি শোনামাত্রই এই উইঙ্গারের মুখে হাসি ফুটে ওঠে। চওড়া হাসি ধরে রেখেই সালাহ বলেন, '(এ ব্যাপারে) কোনো মন্তব্য নেই আমার'।
বর্তমান ছন্দ ধরে রাখলে আগামী বছর ব্যালন ডি'অরের তালিকায় আরও সামনে থাকতে পারবেন না, এমন প্রশ্নের জবাবে সালাহ বলেন, "থাকতে পারি, কিন্তু বলা যায় না।"
ব্যালন ডি'অরের তর্কে যুক্ত না হওয়ায় এখন চারপাশ থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছেন এই লিভারপুল তারকা। সাবেক আর্সেনাল স্ট্রাইকার ও ফ্রান্স কিংবদন্তি থিয়েরি অঁরি বলেন, "ব্যালন ডি'অরের ব্যাপারে মন্তব্য না করার ফলে যেটা হয়েছে, এখন ফুটবলই তার হয়ে কথা বলছে।"
ম্যাচশেষে সালাহর সাবেক সতীর্থ দেঁজান লভ্রন এক টুইট বার্তায় ঠাট্টা করে লেখেন, "এভাবে খেলে যাও মো (সালাহ), সামনের বছর ফ্রান্স ফুটবল তোমাকে ষষ্ঠ স্থানে জায়গা দিবে।"
সালাহ অবশ্য ব্যক্তিগত পদকের চেয়ে দলীয় সাফল্যের দিকেই বেশি নজর দিচ্ছেন। গত মৌসুমে কোনো শিরোপার দেখা না পাওয়া লিভারপুলকে নিয়ে এবার বড় কোনো শিরোপা জেতার স্বপ্ন দেখছেন এই মিশরীয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গতকাল এই ২৯ বছর বয়সী বলেন, "আমার প্রথম লক্ষ্য হচ্ছে ক্লাবকে নিয়ে কিছু একটা জেতা। চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ; সম্ভব হলে দুটোই। (ক্লাবের) সবারই প্রধান লক্ষ্য এটি।"