টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, জয়ের অভিষেক
চট্টগ্রাম টেস্ট হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ভালো পারফরম্যান্সে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে মুমিনুল হকের দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশ। টসে হেরে ফিল্ডিংয়ে নামছে ঘরের মাঠের দলটি। ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।
বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। টাইফয়েডের কারণে ছিটকে গেছেন ওপেনার সাইফ হাসান। তার জায়গায় জাতীয় দলে অভিষেক হচ্ছে মাহমুদুল হাসান জয়ের। ৯৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্যের।
চোট কাটিয়ে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। তার ফেরায় জায়গা হারাতে হয়েছে আগের ম্যাচে অভিষেক হওয়া ইয়াসির আলী রাব্বিকে। বাদ পড়েছেন পেসার আবু জায়েদ রাহি। ফেরানো হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। সর্বশেষ ২০১৯ সালে দেশের হয়ে টেস্ট খেলেছেন তিনি।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নওমান আলী, সাজিদ খান ও শাহিন শাহ আফ্রিদি।