গ্রামীণফোনের শত কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান বিটিআরসির
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবিকৃত অর্থ পরিশোধ নিয়ে আলোচনা অব্যাহত রাখতে ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। তবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি তা প্রত্যাখ্যান করেছে।
গ্রামীণফোনের চিফ রিগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার হোসাইন সাদাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেলে প্রস্তাবটি দেওয়া হয়েছিল।
এর আগে গত ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশিত দুই হাজার কোটি টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করে আপিল বিভাগে রিট আবেদন করে গ্রামীণফোন। আবেদনে টাকার পরিমাণ কমানোর অনুরোধ করে মোবাইল অপারেটরটি।
সে সময় দেশের বৃহত্তম মোবাইল অপারেটরটি দেনার টাকা ১২ কিস্তিতে দেওয়ার কথা বলেছিল। তারা মূসক (ভ্যাট) আইনের কথা বলে বিটিআরসির দাবিকৃত দুই হাজার ৩০০ কোটি টাকার ২৫ শতাংশ বা ৫৭৫ কোটি টাকা দিতে চেয়েছিল।