অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত ২ বাংলাদেশি নারী
গত ৪ ডিসেম্বর নিউ সাউথ ওয়েলস রাজ্যের ১২৪টি শহরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/12/06/untitled-1_1.jpg)
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই নারী।
নির্বাচিত দুজন হলেন, লেবার পার্টির সাবরিন ফারুকী এবং লিবারেল পার্টির সাজেদা আক্তার সানজিদা।
চলতি বছরে অস্ট্রেলিয়ায় কাউন্সিলর নির্বাচনে ৩০ জন বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে চারজন প্রার্থী ছিলেন নারী।
গত ৪ ডিসেম্বর নিউ সাউথ ওয়েলস রাজ্যের ১২৪টি শহরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।