উপার্জনেও বলিউডের নতুন 'পাওয়ার কাপল': ফোর্বসের তালিকায় ভিকি-ক্যাটরিনা
দ্রুতই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ইতোমধ্যেই 'পাওয়ার কাপল'-এর তকমা পেয়ে যাওয়া এই হবু দম্পতি উপার্জনেও ছাড়িয়ে যাবেন বলিউডের সিংহভাগ জুটিকে।
উপার্জন ও খ্যাতির উপর ভিত্তি করে ফোর্বস ম্যাগাজিনের ২০১৯ সালের সেলেব্রিটিদের তালিকায় শীর্ষ ১০০-তে জায়গা পেয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা দুজনই। ফোর্বস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ক্যাটরিনা আয় করেছেন প্রায় ২৭ কোটি টাকা। আর সেবছর ভিকির উপার্জন ছিল প্রায় ১২ কোটি টাকা।
২০১৮ সালে এরচেয়েও বেশি আয় করেছিলেন ক্যাটরিনা। 'জিরো' ও 'থাগস অব হিন্দুস্থান'-এর মতো ছবিতে অভিনয় করে সেবছর ৩৭ কোটি টাকা আয় করেছিলেন তিনি।
উপার্জনে যেমন এগিয়ে, সম্পত্তির হিসাবেও তেমনি এগিয়ে ভিকি-ক্যাট জুটি।
মাত্র ৪০ টি ছবিতে অভিনয় করেই প্রায় ২২৪ কোটি টাকার মালিক হয়ে গেছেন ক্যাটরিনা। প্রতি ছবির জন্য আনুমানিক ১১ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। পাশাপাশি একাধিক ব্র্যান্ডের মুখ হিসেবেও কাজ করছেন তিনি। জানা যায়, ব্র্যান্ড প্রতি ৬-৭ কোটি টাকা দাবি করে থাকেন ক্যাটরিনা।
ক্যাটের তুলনায় ইন্ডাস্ট্রিতে অনেকটাই নতুন ভিকি কৌশল। কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে চমকে দিয়েছেন সবাইকে, পেছনে ফেলেছেন আরও অনেক বাঘা অভিনেতাকে। 'মাসান' এর মতো একেবারেই প্রান্তিক চরিত্র থেকে ধরে 'রাজি', 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' এবং সর্বশেষ 'সরদার উধুম' ছবি দিয়ে ব্যাপক খ্যাতি পেয়েছেন ভিকি। এখন পর্যন্ত তার অধিকাংশ ছবিই হিট।
জানা যায়, প্রতি ছবির জন্য ৩-৪ কোটি টাকা পারিশ্রমিক নেন ভিকি। ক্যাটের তুলনায় সম্পত্তি কম হলেও, আনুমানিক ২৫ কোটি টাকার মালিক তিনি।
বিয়ের পর ভিকি-ক্যাটের মিলিত সম্পত্তির পরিমাণ দাঁড়াবে ২৪৯ কোটি টাকা। বিরাট-আনুশকা বা রণবীর-আলিয়ার মত জুটিকেও যে তারা টেক্কা দিতে পারেন, সে আর বলার অপেক্ষা রাখে না।