দেশের ওমরাহ যাত্রীদের বায়োমেট্রিক স্ব-নিবন্ধন শুরু
ওমরাহ যাত্রীদের বায়োমেট্রিক স্ব-নিবন্ধনের জন্য স্মার্টফোন অ্যাপ্লিকেশন পরিষেবা বাস্তবায়নের দ্বিতীয় ধাপ শুরু করেছে বাংলাদেশ।
বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা আল-দুহাইলান এবং বাংলাদেশের হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসেনের উপস্থিতিতে 'সৌদি ভিসা বায়ো' নামক অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।
এছাড়াও বেশ কয়েকটি সৌদি মন্ত্রণালয় এবং সরকারি সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। এদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, রাষ্ট্রীয় নিরাপত্তা প্রেসিডেন্সি, ন্যাশনাল সাইবার সিকিউরিটির সদস্যরা। আরও উপস্থিত ছিলেন সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটির কর্মকর্তারা।
ওমরাহ ভিসার জন্য বাংলাদেশি আবেদনকারীরা স্মার্টফোনে সৌদি ভিসা বায়ো অ্যাপ ইনস্টল করে নিজেরাই তাদের বায়োমেট্রিক নিবন্ধন করতে পারবে। এজন্যে তাদের ভিসা কেন্দ্রে যেতে হবেনা। সৌদি আরবের স্থল, সমুদ্র এবং বিমান বন্দরগুলোতে ওমরাহ যাত্রীদের আগমনের সময় বায়োমেট্রিক ম্যাচিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, সৌদির পররাষ্ট্র মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান গত ৬ অক্টোবর স্মার্টফোনের মাধ্যমে হজ এবং ওমরাহ যাত্রীদের বায়োমেট্রিক স্ব-নিবন্ধনের অ্যাপটি চালু করেন। নতুন এই পরিষেবার মাধ্যমে স্মার্ট ফোনে ইলেকট্রনিক ভিসা প্রদানকারী প্রথম হিসেবে নিজেদের নাম লেখালো সৌদি আরব।
- সূত্র: সৌদি গ্যাজেট