গুলিস্তানে বাসচাপা: চালকের আসনে পুলিশ ছিল, অভিযোগ প্রত্যক্ষদর্শীদের
রাজধানীর গুলিস্তানে 'শ্রাবণ পরিবহনের' একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনার সময় একজন পুলিশ সদস্য বাসটি চালাচ্ছিলেন।
বৃহস্পতিবার গুলিস্তান ট্রেড সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন আহত হয়, যাদের মধ্যে দু'জন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
নিহতদের একজনের নাম মো. তুষার (৩৫); বাকি দু'জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
তবে ঘটনার সংশ্লিষ্টতায় একজন এএসআইকে হেফাজতে নিয়েছে পুলিশ।
এদিকে পুলিশের বাস চালানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, অভিযুক্ত পুলিশ সদস্য মাঝরাস্তা থেকে বাসটিকে নিরাপদ স্থানে সরানোর চেষ্টা করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি প্রথমে একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে আহত করে, এরপরেই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে তারা জানান।