“নিজের শতভাগ দিয়ে ভালবাসি, ছেড়ে দিলেও পুরোটাই”, বিচ্ছেদ নিয়ে অকপট সুস্মিতা
জীবনের সব রকম পরিস্থিতিকে মন থেকে মেনে নেওয়া খুব দরকার। এমনই মনে করেন সুস্মিতা সেন। ১৫ বছরের ছোট প্রেমিক রোহমান শলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পরে নিজের জীবনের রেখাচিত্র মেলে ধরেছেন সাবেক বিশ্বসুন্দরী।
সুস্মিতার কথায়, ''আমি একেবারেই রক্তমাংসের মানুষ। যখন কাউকে ভালবাসি, নিজের শতভাগ দিয়ে তাকে ভালবাসি। যখন কোনও সম্পর্ক থেকে বেরিয়ে যাই, তখনও পুরোটাই বেরিয়ে যাওয়ার চেষ্টা করি।''
গত ২৩ ডিসেম্বর ইনস্টাগ্রামে রোহমান এবং নিজের হাসিমুখের একটি ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন, "আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে। আমরা বন্ধুই থাকব। সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু ভালবাসাটা ঠিকই রয়ে গেছে।"
সম্প্রতি তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তার বক্তব্য, ''তোমার নাম যখন মানুষের কাছে পরিচিত, তার মানে তোমার সঙ্গে যে মানুষটি রয়েছে, সেও খ্যাতনামীর তালিকাতেই পড়ে। তোমার জন্যই সেই ব্যক্তি এই জায়গায় রয়েছে। তুমি রেখেছ। তাই সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও যদি মানুষ ভাবে যে সম্পর্ক রয়েছে, সেটা কারও জন্যেই ভাল না। তোমার জন্যেও নয়। তোমার সঙ্গীর জন্যেও নয়।'' পরিস্থিতির এই বদলকে মন থেকে মেনে না নিতে পারলে কেউই জীবনে এগোতে পারে না বলে দাবি ৪৬ বছরের অভিনেত্রীর।
সুস্মিতা তার প্রত্যেকটি সম্পর্ক থেকে কিছু না কিছু শিক্ষা নেন। কোনও সম্পর্কের খারাপ স্মৃতি আঁকড়ে বসে থাকতেও নারাজ। তাই কখনও নিজের জীবনের সত্যিকে তিনি লুকিয়ে রাখতে পছন্দ করেন না বলেই জানালেন পর্দার 'আরিয়া'।
- সূত্র- আনন্দবাজার পত্রিকা