টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
কোয়ারেন্টিনের ঘরবন্দি অবস্থা থেকে মুক্তি মিলেছে বেশ কদিন আগে। এরপর অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। এবার মাঠের লড়াইয়ের পালা। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ।
বাংলাদেশ সময় শনিবার ভোর চারটায় মাঠে গড়াবে ম্যাচটি। মাউন্ট মঙ্গানুইতে অনুষ্ঠেয় এই ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
বাংলাদেশের একাদশে আছেন তিনজন পেসার। তারা হলেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। চোটের কারণে নিউজিল্যান্ড সফরে নেই তামিম ইকবাল। আর সাকিব আল হাসান ছুটি নিয়েছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছে, হার ১২টিতে। এর মধ্যে ইনিংস হারই ৭টিতে। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে, তিনটিই বাংলাদেশের মাটিতে।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।