এলিয়েনের হাতে অপহৃত হয়ে তারই প্রেমে পড়লেন ইউটিউবার!
নিজের 'সোলমেট' খুঁজতে শেষ পর্যন্ত আকাশের দিকে তাকাতে হলো লন্ডনের অভিনেত্রী অ্যাবি বেলাকে। ভাবছেন প্রেমের টানে কোনো দূর দেশে উড়ে গিয়েছেন তিনি? না, তা নয়; অ্যাবির প্রেমিক এই মনুষ্য পৃথিবীরই কেউ নন। অভিনেত্রীর দাবি, তিনি এলিয়েনের প্রেমে পড়েছেন!
মহামারির কবলে পড়ে এবং চারপাশের জিনিসের প্রতি অনাগ্রহ থেকে একঘেয়ে দিন কাটাচ্ছিলেন অ্যাবি। তিনি জানান, এলিয়েন এসে তাকে তুলে নিয়ে যাক বলে অনলাইনে মজা করেছিলেন তিনি।
কিন্তু এর অনেক আগে থেকেই 'হোয়াইট লাইট' বা বিশেষ দ্যুতি লাভের স্বপ্ন ছিল তার। অ্যাবি দাবি করেন, গত বছরের ৩১ মে ঘুমের মধ্যে স্বপ্নে একজনের গলার আওয়াজ শোনেন তিনি। ওই ব্যক্তি তাকে নির্দেশ দেয় একটা নির্দিষ্ট স্থানে গিয়ে অপেক্ষা করতে।
আগে কোনোদিন ওই কন্ঠস্বর না শুনলেও অ্যাবি বলেন, তিনি ঠিক বুঝে নিয়েছিলেন ওই কথার মানে কি।
তিনি বলেন, "পরদিন সন্ধ্যায় আমি আমার জানালার পাশে বসে ছিলাম এবং একসময় সোয়া বারোটার দিকে আমি ঘুমিয়ে যাই। ঘুমের ঘোরেই দেখতে পাই একটা ফ্লাইং সসার। জিনিসটা ঠিক কি ছিল বুঝে ওঠার আগেই দেখা যায়, আমি আর আমার বেডরুমে নেই। একটা উজ্জ্বল সবুজ রঙয়ের আলো আমাকে সেই উড়ন্ত বাহনে নিয়ে যায়।
এ ধরনের ঘটনা অন্য কারো জীবনে ঘটলে হয়তো ভড়কে যেতেন যে কেউ। কিন্তু নিজের ইউটিউব চ্যানেলে অ্যাবি বলেন, 'আমি হচ্ছি সেই মানুষ যে সারা জীবন অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হয়েছে।"
অ্যাবির ভাষ্যে, অপরিচিত সেই উড়ন্ত বাহনের ভেতরে ৫ জন এলিয়েনের দেখা পেয়েছেন তিনি। তারা সবাই ছিল বেশ লম্বা এবং পাতলা-লিকলিকে। কিন্তু তাদের শরীরের আসল রূপ দেখতে পারেননি অ্যাবি।
অ্যাবি বলেন, "আমি তাদেরকে স্পষ্ট দেখতে পাইনি এবং টেলিপ্যাথির মাধ্যমে তারা আমাকে জানায়, আমি এখনও তাদের আসল রূপ দেখার জন্য প্রস্তুত নই। কিন্তু আমি যতদূর দেখেছি, তাদের মধ্যে সবুজ দ্যুতি আছে এবং অনেকটা মানুষের মতো ভ্রু সহ বড়-কালো চোখও আছে।
কেটারস নিউজের জন্য এলিয়েনদের একটি স্কেচ এঁকেছেন অ্যাবি, যাতে দেখা যায় এলিয়েনদের মুখ গোল এবং সাপের মতো দৃষ্টি তাদের।
কিন্তু আশ্চর্যজনক ব্যাপার এই যে, এলিয়েনদের অদ্ভুত অবয়ব দেখে মোটেও ঘাবড়ে যাননি অ্যাবি। বরং তাদেরই একজনের প্রেমে পড়েছেন তিনি!
"এলিয়েনদের একজন আমার সাথে যোগাযোগ করেছিল। আমি তার নাম জানিনা, কিন্তু তবুও আমি তার প্রেমে পড়েছি", আবেগাপ্লুত ভঙ্গীতে বলেন অ্যাবি।
তবে এলিয়েনের সাথে প্রেম তো চাট্টিখানি কথা নয়! নানা রকম ঝামেলার মধ্যে দিয়েই যেতে হয়েছে এই জুটিকে। যেমন, এলিয়েন অ্যাবিকে জানায় যে মানুষের সাথে প্রেম করা তাদের জগতে নিষিদ্ধ। যদিও সে এই নিয়ম ভাঙতে প্রস্তুত ছিল, কিন্তু অ্যাবি তখন নিশ্চিত হতে পারছিলেন না যে তিনি সত্যিই পৃথিবী ছেড়ে নতুন কোনো গ্রহে যেতে চান কিনা।
এলিয়েনদের সাথে গেলেই চিরদিনের জন্য আটকা পরে যাবেন এই ভয়েই রাজি হননি অ্যাবি বেলা। তাই ২০ মিনিট পরেই সেই ফ্লাইং সসার ত্যাগ করেন তিনি। ফিরে এসে এলিয়েন ও পৃথিবীর মাঝে টানাপোড়েনে পরে যান অভিনেত্রী। কিন্তু তার দাবি, এলিয়েনরা মানুষের চাইতে বেশি যত্নশীল। অন্যদিকে পৃথিবীর পুরুষদের মধ্যে মিথ্যা ও ভন্ডামিতে ভরা।
অনেকেই অ্যাবির এই গল্পকে গাজাখুরি ধরে নিলেও, তিনি একাই এলিয়েন ভক্তদের দলে নন। বরং মহামারিকালে উড়ন্ত ফ্লাইং সসারের দেখা পাওয়ার আরও অনেক গল্প পাখা মেলেছে।
তাই এখনও এলিয়েন প্রেমিকের সাথে মিলনের আশা ছেড়ে দেননি অ্যাবি বেলা। তার প্রত্যাশা, একদিন ইন্টারস্পেসিস ডেটিং এর পথিকৃত হতে পারবেন তিনি।
সূত্র: অল দ্যাট ইন্টারেস্টিং