সেঞ্চুরির কাছে গিয়ে লিটনের আত্মাহুতি
মুমিনুল হক পারেননি তিন অঙ্কে পৌঁছাতে, ৮৮ রান করে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক। লিটন কুমার দাসের ব্যাটের দিকে দৃষ্টি ছিল সবার। কিন্তু অনিন্দ্য সুন্দর ব্যাটিং করতে থাকা ডানহাতি এই ব্যাটসম্যান নিজের উইকেট বিলিয়ে এলেন। ট্রেন্ট বোল্টের অনেক বাইরের একটি ডেলিভারিতে ব্যট চালিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন লিটন।
ফেরার আগে ১৭৭ বলে ১০টি চারে ৮৬ রান করেন তিনি। উইকেটের আছে ইয়াসির আলী রাব্বি ও মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে ১৪৬ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৭৩ রান, লিড দাঁড়িয়েছে ৪৫ রানের।
সেঞ্চুরির কাছে গিয়ে থামলেন মুমিনুল
মনে হয়েছিল এবার অপেক্ষা ফুরাবে মুমিনুল হকের। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরির দেখা পাবেন দারুণ ব্যাটিং করতে থাকা বাংলাদেশের অধিনায়ক। কিন্তু তা হলো না, খুব কাছে গিয়েও অপেক্ষা ফুরালো না তার। মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮৮ রান করে থামতে হলো তাকে। তার ২৪৪ বলের দৃঢ়চেতা দারুণ ইনিংসটি থামিয়ে দিলেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
নতুন ব্যাটসম্যান হিসেবে লিটন কুমার দাসের সঙ্গে যোগ দিয়েছেন ইয়াসির আলী রাব্বি। ১৪৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৩ রান, লিড দাঁড়িয়েছে ৩৫ রানের। লিটন ৭৯ ও রাব্বি শূন্য রানে ব্যাটিং করছেন।
মুমিনুল-লিটনের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের লিড
তৃতীয় দিনটা ভালো যাচ্ছিল না। দিনের শুরুতেই মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ। এরপর মুশফিকুর রহিমও ফেরেন। হঠাৎ দিক হারানো বাংলাদেশকে আর বিপদে পড়তে দেননি অধিনায়ক মুমিনুল হক ও লিটন কুমার দাস। দারুণ ব্যাটিংয়ে দুজনই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাতে বাংলাদেশ ছাড়িয়ে গেছে নিউজিল্যান্ডের ৩২৮ রান।
১৩৪ ওভারে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৫০ রান। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২২ রানের। মুমিনুল ৮২ ও লিটন ৭২ রানে ব্যাটিং করছেন। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ইনিংসে এটা বাংলাদেশের লিড নেওয়ার দ্বিতীয় ঘটনা। ২০১৭ সালেও প্রথম ইনিংসে লিড পেয়েছিল বাংলাদেশ।
টেস্টে এটা মুমিনুলের ১৫তম হাফ সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বিপক্ষে এবং তাদের মাটিতে দ্বিতীয়। ২০১৭ সালের সেই ম্যাচেই ৬৪ রান করেন তিনি। কিউইদের বিপক্ষে দুটি সেঞ্চুরিও আছে বাংলাদেশের টেস্ট অধিনায়কের। তার ক্যারিয়ার সেরা ১৮১ রানের ইনিংসও নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে এটা লিটনের প্রথম হাফ সেঞ্চুরি ও টেস্ট ক্যারিয়ারের ১১তম।
মুশফিককে ফেরালেন বোল্ট
মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিন সমানে সমান লড়াই। দ্বিতীয় দিনটা পুরোপুরি বাংলাদেশের। কিন্তু তৃতীয় দিনটা ভালো যাচ্ছে না মুমিনুল হকের দলের। শুরুতেই থামেন মাহমুদুল হাসান জয়। ঠান্ডা মেজাজে খেলেও এবার থামতে হলো মুশফিকুর রহিমকে। ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যানের স্টাম্প উপড়ে নিয়েছে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।
১২ রান করে আউট হন মুশফিক। নতুন ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে যোগ দিয়েছেন লিটন কুমার দাস। ৯১ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২১০ রান। মুমিনুল ১৬ ও লিটন ৩ রানে ব্যাটিং করছেন। বাংলাদেশ এখনও পিছিয়ে ১১৮ রানে।
২০০ ছাড়িয়ে বাংলাদেশ
তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এদিন শুরুতেই ফিরে যান এখন পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলা মাহমুদুল হাসান জয়। দলকে পথ দেখাচ্ছেন অধিনায়ক মুমিনুল হক ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ৮৭ ওভারে ৪ উইকেটে ২০২ রান তুলেছে বাংলাদেশ। মুমিনুল ১২ ও মুশফিক ১১ রানে ব্যাটিং করছেন। ১২৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
ফিরে গেলেন জয়
নিউজিল্যান্ডের বিশ্বমানের পেস আক্রমণের বিপক্ষে ২১১ বলে ৭০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মাহমুদুল হাসান জয়। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই এমন দৃঢ়তা দেখানোয় প্রশংসার জোয়ারে ভাসছিলেন তরুণ এই ওপেনার। গল্পটা এই পর্যন্তই থাকলো। তৃতীয় দিন সকালেই ফিরে গেলেন বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্য।
২১১ বল খেলে কিউই বোলারদের জানা হয়ে গিয়েছিল জয়ের। এ কারণে যেন তৃতীয় দিনের শুরু থেকেই ভয়ডরহীনভাবে খেলতে থাকেন তিনি। ১৭ বলে যোগ করেন ৮ রান। কিন্তু এদিন তাকে সাবলীল দেখাচ্ছিল না। গালিতে ক্যাচ দিয়ে থামেন ডানহাতি এই ব্যাটসম্যান। ফেরার আগে ২২৮ বলে ৭টি চারে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি।
নতুন ব্যাটসম্যান হিসেবে মুমিনুল হকের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ৭৪ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৯১ রান। মুমিনুল ৮ ও মুশফিক ৬ রানে ব্যাটিং করছেন।