দৃঢ়চেতা ব্যাটিংয়েও অপেক্ষা ফুরালো না মুমিনুলের
বাংলাদেশ দলে অভিষেকের পর তিন ফরম্যাটেই খেলার অভিজ্ঞতা হয়েছে মুমিনুল হকের। কিন্তু সময় যতো গড়িয়েছে, মুমিনুলের পরিচয় ততো বদলেছে। তার গায়ে লেগে গেছে টেস্ট ক্রিকেটারের ট্যাগ। কেবল এই ফরম্যাটেই খেলা হয় মুমিনুলের। ২০১৮ সালে সর্বশেষ ওয়ানডে খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান টি-টোয়েন্টি খেলেছেন আরও আগে, ২০১৪ সালে।
তাতে আক্ষেপ নেই মুমিনুলের। মন লাগিয়ে ক্রিকেটের অভিজাত ফরম্যাটটি খেলে যাচ্ছেন তিনি। নিবেদন, সাফল্য বিচার করে তার কাঁধেই তুলে দেওয়া হয়েছে টেস্টের নেতৃত্ব। ২০১৯ সালের শেষ দিক থেকে দায়িত্বটি পালন করে আসছেন তিনি। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মুমিনুল ব্যাট হাতে রেখে যাচ্ছেন অভিজ্ঞতার ছাপ।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ১১টি সেঞ্চুরির মালিক মুমিনুল। এর মধ্যে দুটি সেঞ্চুরি নিউজিল্যান্ডের বিপক্ষে, আছে একটি হাফ সেঞ্চুরিও। বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যানের টেস্ট ক্যারিয়ার সেরা ১৮১ রানের ইনিংসটিও কিউইদের বিপক্ষে। সেদিক থেকে নিউজিল্যান্ড তার কাছে অন্যতম প্রিয় প্রতিপক্ষ। কিন্তু একটি জায়গায় অপূর্ণতা আছে, কিউইদের মাটিতে সেঞ্চুরি নেই মুমিনুলের।
তার দুটি সেঞ্চুরিই ঘরের মাটিতে। মাউন্ট মঙ্গানুইতে চলমান টেস্টে সেই অপেক্ষা ফুরানোর আভাস মিলেছিল। দারুণ ব্যাটিংয়ে দলের স্কোরকার্ড সমৃদ্ধ করার পাশাপাশি নিউজিল্যান্ডের মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি পথে এগিয়ে যাচ্ছিলেন মুমিনুল। কিন্তু দৃঢ়চেতা ব্যাটিংয়ে দলের ইনিংসের চেহারা বদলানো বাংলাদেশের এই ব্যাটসম্যান পারেননি অপেক্ষা ফুরাতে।
পঞ্চম উইকেটে লিটন কুমার দাসের সঙ্গে ১৫৮ রানের জুটি গড়ার পথে নিউজিল্যান্ডের বিপক্ষে ও তাদের মাটিতে দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। হাঁটছিলেন সেঞ্চুরির পথেই। কিন্তু তাকে থেমে যেতে হয় ৮৮ রানে। কিউই পেসার ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হন মুমিনুল। থেমে যায় তার ২৪৪ বলের ইনিংসটি। লম্বা ইনিংসে ১২টি চার মেরেছেন তিনি।
নিউজিল্যান্ডে এটা মুমিনুলের চতুর্থ টেস্ট। সাত ইনিংসে দুটি হাফ সেঞ্চুরি করা বাঁহাতি এই ব্যাটসম্যানের ৮৮ রানের ইনিংসটিই কিউইদের মাটিতে সেরা ইনিংস। মুমিনুলের পর লিটনও নিউজিল্যান্ডের মাটিতে নিজের সেরা ইনিংস খেলেন। ১৭৭ বলে ৮৬ রান করেন তিনি। এটা তার ক্যারিয়ারের চতুর্থ সেরা ইনিংস। এই দুজনের দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনংসে লিড নিয়েছে বাংলাদেশ। ৬ উইকেটে ৪০১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা, লিড দাঁড়িয়েছে ৭৩ রানের।