নান্নু-আশরাফুলের কথার লড়াই পছন্দ হয়নি বিসিবির
কথার লড়াইয়ে নেমেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। পাল্টাপাল্টি বক্তব্যে একে অপরকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন দেশের ক্রিকেটের অতি চেনা এ দুজন মানুষ। বিষয়টি পছন্দ হয়নি বিসিবির। এ নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
রোববার একটি সংবাদমাধ্যমে আশরাফুলকে দেশদ্রোহী ও ফিক্সার বলেন নান্নু। তার এমন বক্তব্যের পর চুপ থাকেননি আশরাফুল। জাতীয় দলের এক সময়ের নিয়মিত এই সদস্য ফেসবুক লাইভে এসে নান্নুর মন্তব্যের কড়া জবাব দেন। আশরাফুলের দাবি, নান্নুর ব্যক্তিগত অপছন্দের কারণেই তিনি জাতীয় দলে ফিরতে পারছেন না।
নান্নু-আশরাফুলের এমন কথার লড়াই ভালোভাবে নেয়নি বিসিবি। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, 'আশরাফুল যেহেতু বর্তমান খেলোয়াড় আর সাবেক একজন অধিনায়ক, আমি মনে করি সরাসরি এভাবে আক্রমণ করা ঠিক হয়নি। আমি শুনেছি এটা। এটা নিয়ে আমাদের আলাপ-আলোচনা হয়েছে।'
বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের পাপনের সঙ্গে কথা বলবেন বলে জানান জালাল ইউনুস। তিনি বলেন, 'কারও ব্যাপারেই এভাবে আক্রমণ করা ঠিক নয়। আপনি একটা পদে আছেন বোর্ডে। ওই জায়গা থেকে এমন মন্তব্য না করাই ভালো ছিল। যেহেতু নির্বাচক কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগের অধীনে, আমি এটা নিয়ে আজও তাদের সাথে আলাপ করেছি। আমি এটা বোর্ড সভাপতির সঙ্গেও আলাপ করব।'
প্রশ্ন উঠেছে, নান্নু-আশরাফুলের ব্যক্তিগত দ্বন্দ্ব ভবিষ্যতে দল নির্বাচনে সমস্যা তৈরি করবে কিনা। এমন প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেন, 'আমার মনে হয় না এমন কিছু হবে। ব্যক্তিগতভাবে কেউ এর শিকার হবে বলে আমার মনে হয় না। যারা আসবে পারফরম্যান্সের জোরেই আসবে।'