২০২২-এ পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় জুটিরা
নতুন বছরে সবকিছু নতুন রূপে ধরা দেওয়ার প্রত্যাশার পাশাপাশি সিনেমাপ্রেমীদের জন্য ২০২২ সাল হতে যাচ্ছে নস্টালজিয়ার বছর। কারণ এবছর রূপালি পর্দায় হাজির একসঙ্গে হাজির হবেন বলিউডের একাধিক জনপ্রিয় জুটি।
ক্যারিয়ারে প্রথম জুটি বেঁধে ছবি করতে শুরু করেই হইচই ফেলে দিয়েছেন এমন যুগলের সংখ্যা কম নয়। তাই ২০২২-এ তাদের প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মনে উত্তেজনা থাকবে তুঙ্গে। কে কোন ছবিতে আসছেন, কি চরিত্রে অভিনয় করবেন তা জানার আগ্রহ অনেকেরই। চলুন একনজরে দেখে নেওয়া যাক নতুন বছরে ভক্তদের কি উপহার দিতে যাচ্ছেন প্রিয় তারকারা।
শাহরুখ খান-দীপিকা পাডুকোন-জন আব্রাহাম (পাঠান)
২০০৭ সালে 'ওম শান্তি ওম' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন দীপিকা এবং ছবিতে তার বিপরীতে ছিলেন শাহরুখ খান। এরপর চেন্নাই এক্সপ্রেস (২০১৩) এবং হ্যাপি নিউ ইয়ার (২০১৪) ছবিতেও একসাথে কাজ করেন এই জুটি। আলাদা অভিনেতা-অভিনেত্রী হিসেবে তো বটেই, জুটি হিসেবেও বলিপাড়ার শীর্ষ সারিতে নাম থাকবে শাহরুখ-দীপিকার। ভক্তদের প্রত্যাশা, অ্যাকশন থ্রিলার ছবি 'পাঠান'-এর মাধ্যমে আবারও হট জুটি হিসেবেই ফিরবেন তারা। তাছাড়া, 'দেশী বয়েজ'-এ দীপিকার সহশিল্পী হিসেবে থাকা জন আব্রাহামকেও দেখা যাবে এ ছবিতে.
আমির খান-কারিনা কাপুর খান (লাল সিং চাড্ডা)
থ্রি ইডিয়টস এবং তালাশ ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন আমির খান ও কারিনা কাপুর খান। এবার হলিউড চলচ্চিত্র ফরেস্ট গাম্প-এর হিন্দি রিমেক 'লাল সিং চাড্ডা'তে ফরেস্ট গাম্পের ভূমিকায় অভিনয় করবেন আমির; অবধারিতভাবেই গাম্পের প্রেমিকার চরিত্রে থাকছেন কারিনা।
অক্ষয় কুমার-ভূমি পেডনেকার (রক্ষা বন্ধন)
সামাজিক সচেতনতামূলক ছবি 'টয়লেট এক প্রেম কথা'তে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ভূমি পেডনেকার। ৫ বছর পর আনন্দ এল রাইয়ের আসন্ন ছবি রক্ষা বন্ধন-এ আবারও একত্রিত হচ্ছেন তারা।
কার্তিক আরিয়ান-কৃতি শ্যানন (শেহজাদা)
তেলেগু ছবি আলা বৈকুণ্ঠপুরামুলু'র (২০২০) হিন্দি রিমেকে একত্রিত হচ্ছেন লুকা ছুপি'র জনপ্রিয় জুটি কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন। কিছুদিন আগেই দিল্লিতে তাদের একসাথে শুটিং করতেও দেখা গেছে।
টাইগার শ্রফ-কৃতি শ্যানন (গণপথ)
২০১৪ সালে 'হিরোপান্তি'র পর আবারও টাইগার শ্রফের সাথে জুটি বাঁধতে যাচ্ছেন কৃতি শ্যানন। ডেব্যু ছবিতেই দুই তারকার রসায়ন দর্শকের কাছে জনপ্রিয় হওয়ায় 'গণপথ' নিয়ে পরিচালক বিকাশ বেহলের প্রত্যাশাও বেশি।
সূত্র: হিন্দুস্তান টাইমস