ধর্মীয় অবমাননায় দুই বই নিষিদ্ধের নির্দেশ
বই দুটি হলো- দিয়ার্ষি আরাগের ‘নানীর বাণী’ ও ‘দিয়া আরেফিন’।
ধর্মীয় অবমাননার অভিযোগে দুটি বই নিষিদ্ধ ও বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বই দুটি হলো- দিয়ার্ষি আরাগের 'নানীর বাণী' ও 'দিয়া আরেফিন'।
এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব, ঢাকার ডিসি ও নারায়ণগঞ্জের ডিসিকে আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বই দুটি একুশের বইমেলায় বিক্রি না করতে বাংলা একাডেমির মহাপরিচালককে আদেশ দিয়েছেন আদালত।
বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিতভাবে এই আদেশ দেন।