বিশ্বের প্রথম উটের হোটেল চালু করলো সৌদি আরব
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2022/01/10/-_17e3dfe81da_large_0.jpg)
উটের দেখাশোনা করার জন্য সৌদি আরবে একটি ১২০ কক্ষের হোটেল স্থাপন করা হয়েছে। একজন কর্মকর্তা জানান, এটিই বিশ্বের প্রথম উটের হোটেল।
সৌদি ক্যামেল ক্লাবের মুখপাত্র মোহাম্মদ আল হারবি যোগ করেন, রুম সার্ভিস, উটের যত্ন এবং জনপ্রিয় প্রাণীগুলোকে পাহারা দেওয়ার জন্য এই হোটেলে ৫০ জনেরও বেশি মানুষ আসেন।
একটি ভিডিওতে তিনি বলেন, হোটেলটি খাবার পরিবেশন, গরম দুধ এবং উটের চেহারার যত্ন নেওয়াসহ ফাইভ স্টার পরিষেবাগুলো অফার করছে।
"এই হোটেলটি বিশ্বে প্রথম উটের হোটেল। তবে এটি তৈরি হয়েছে একটি ভিন্ন এবং নতুন আঙ্গিকে," আল হারবি যোগ করেন। "রুম পরিষ্কার করা থেকে শুরু করে উষ্ণ শীতাতপনিয়ন্ত্রণ পর্যন্ত সবকিছু পাওয়া যায় এখানে," বলেন তিনি।
হোটেলে আসা দর্শনার্থীদেরকে এক দিনের ভিত্তিতে পেমেন্ট দেওয়া হয়। দিনপ্রতি ৪০০ সৌদি রিয়াল দেওয়া হয় তাদেরকে। হোটেলের চেক আউটের সময় দুপুর সাড়ে ১২টা।
সৌদি আরবের ঐতিহ্যের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত 'মরুভূমির জাহাজ' খ্যাত উট। বর্তমানে দেশটিতে কিং আব্দুল আজিজ উট ফেস্টিভ্যালের ষষ্ঠ সংস্করণের আয়োজন চলছে। বার্ষিক অনুষ্ঠানটি বিশ্বের সবচেয়ে বড় উটের প্রতিযোগিতা।
সূত্র: গালফ নিউজ