উটের সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিলেন সৌদি নারীরা
রক্ষণশীল সৌদি আরবে এই প্রথমবারের মতো উটের সৌন্দর্য প্রতিযোগীতায় নিজেদের উট নিয়ে অংশ নিয়েছেন দেশটির নারীরা।
রুমাহ মরুভূমিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেওয়া লামিয়া আল-রাশদি বলেন, 'কিং আব্দুল আজিজ ফেস্টিভাল আয়োজিত এই ইভেন্ট আগে শুধু পুরুষদের জন্যই সীমাবদ্ধ ছিল,'
'আমি অনেক ছোটবেলা থেকে উট নিয়ে অনেক আগ্রহী। নারীদের জন্য ইভেন্টটি উন্মুক্ত করে দেওয়ার পর আমি তখনই ঠিক করি অংশ নেব,'
কালো মুখবন্ধনী পরে রঙিন শাল জড়িয়ে প্রতিযোগিতায় অংশ নেন তিনি। তার পরিবারের মালিকানাধীন ৪০টি উট আছে।
৪০জন অংশগ্রহণকারীর মধ্যে পাঁচজন ১০ লাখ রিয়াল প্রাইজ মানি পান।
বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উটের সৌন্দর্য বিচার করা হয়। উটের ঠোঁটের আকার, ঘাড় ও কুঁজ বেশি প্রাধান্য পায়।
গত ডিসেম্বরে অংশগ্রহণকারীদের অনেককেই বাদ দেওয়া হয়, উটগুলোকে বোটোক্স ইনজেকশন দেওয়ার কারণে এ সিদ্ধান্ত আসে।
প্রতিযোগিতার প্যারেডে ঘোড়ার পিঠে সামনের দিকে ছিলেন নারীরা। উটের পিঠে চড়ে পেছনের দিকে ছিলেন পুরুষরা, কারো হাতে ছিল তরবারি, ড্রামের তালে তালে নাচছিলেন অনেকে।
বিশ্বের সবচেয়ে বড় জ্বালানী তেল রপ্তানিকারক দেশটি ইসলামের কঠোর অনুশাসন মেনে চলে। তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান দৃশ্যপটে আসার পর থেকে নারীদের ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, বেশ কিছু সংস্কারমূলক কাজ হচ্ছে।
এই পরিবর্তনের ছোঁয়ায় গাড়ি চালানোর সুযোগ পেয়েছে দেশটির নারীরা ।
প্রতিযোগিতার ব্যবস্থাপক মোহাম্মদ আল-হারবি বলেন, "নারীরা সবসময়ই বেদুইন সমাজের অবিচ্ছেদ্য অংশ ছিল। তাদের নিজেদের উট ছিল, উটের দেখাশোনা করতেন তারা,"
এই প্রতিযোগীতায় নারীদের অংশগ্রহণ সৌদি আরবের ঐতিহাসিক ঐতিহ্যকেই টিকিয়ে রাখা, এএফপিকে বলেন তিনি।
আরেকজন প্রতিযোগী মুনিয়া আল-মিশখাস বলেন, 'বহুদিন ধরেই উট আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমাদের জন্য এ প্রতিযোগিতার উদ্যোগ অনেক বড় পদক্ষেপ,'
এ প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ প্রতিযোগী মালাথ বিনতে এনাদের বয়স মাত্র সাত। ক্ষুদে এই প্রতিযোগীর উট তৃতীয় পুরষ্কার জিতে নিয়েছে। ২০০ উটের মালিক তার বাবা অসম্ভব খুশি মেয়ের জয়ে।
গত মাসে শুরু হয় ৪০দিনব্যাপী বার্ষিক বেদুইন উৎসব। উপসাগরীয় দেশগুলোর উটের মালিকরা আসেন এ উৎসবে অংশ নিতে।
সূত্র: ডন