প্রতি বছর চার লাখ বিদেশি কর্মী নিয়োগ দিতে চায় জার্মানি
জনসংখ্যায় ভারসাম্যহীনতা এবং কর্মীর অভাব পূরণ করতে প্রতি বছর দেশের বাইরে থেকে চার লাখ দক্ষ কর্মীকে জার্মানিতে নিয়ে আসতে চায় নতুন জোট সরকার৷
করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত হওয়া অর্থনীতিকে আবার চাঙ্গা করতে দেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার কথা ভাবছে জোট সরকার৷
জোট সরকারের অন্যতম দল এফডিপির সংসদীয় নেতা ক্রিস্টিয়ান ড্যুর এক বিজনেস ম্যাগাজিনকে বলেন, ''দক্ষ কর্মীর ঘাটতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে দেশের অর্থনীতিতে এর ভালোরকম প্রভাব পড়ছে৷ শুধুমাত্র আধুনিক অভিবাসন নীতির মাধ্যমেই আমরা এই দক্ষ কর্মীর অভাবকে পূরণ করতে পারি। তাই যত দ্রুত সম্ভব দেশের বাইরে থেকে চার লাখ দক্ষ কর্মী আনার প্রস্তাব পাশ করাতে হবে আমাদের৷''
জোট গড়তে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের এসপিডি দল পরিবেশবাদী সবুজ দল ও এফডিপির সঙ্গে যে চুক্তি করেছে তা অনুযায়ী, জার্মানিতে কর্মীদের ন্যূনতম বেতন প্রতি ঘণ্টায় ১২ ইউরো (১,১৭২ বাংলাদেশি টাকা) করা হবে। চুক্তিতে পয়েন্ট সিস্টেম চালু করে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে দক্ষ কর্মী আনার কথাও বলা হয়েছে৷
জার্মান ইকোনমিক ইনস্টিটিউটের মতে, চলতি বছরে যত সংখ্যক তরুণ দেশের শ্রমশক্তিতে যোগ দিবেন, তারচেয়ে প্রায় তিন লাখ বেশি প্রবীণ কর্মী অবসরে যাবেন। ২০২৯ সালে এই ফারাক গিয়ে দাঁড়াবে সাড়ে ছয় লাখে। যার ফলে, ২০৩০ সালে দেশটিতে প্রায় ৫০ লাখের মতো কর্মীর ঘাটতি দেখা দিবে।
সূত্র: রয়টার্স।