পুষ্পার আল্লু অর্জুনকে দেখে বদলে গেল নাজমুল অপুর উদযাপন
ডান পাশে আল্লু অর্জুন নাচছেন। একই ভিডিওতে কোলাজ করা বামের অংশে তেলুগু সুপার স্টারের মতো করে নেচে যাচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। নাচ শেষে বাম হাত দিয়ে নিজের দাঁড়িতে হাত বুলাচ্ছেন তিনি। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ওয়ার্নার। একই এই গানে নাচতে দেখা গেছে ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়নাকেও।
বক্স অফিস কাঁপানো পুষ্পা: দ্য রাইজ চলচ্চিত্রের 'শ্রীভালি' গানে একইভাবে নেচেছেন আল্লু অর্জুন। ইতোমধ্যে তুমুল জনপ্রিয় হওয়া গানটিতে আল্লু অর্জুনের ট্রেডমার্ক ভঙ্গি ছড়িয়ে পড়েছে সবখানে। যা ক্রিকেট মাঠে নিয়ে এসেছেন নাজমুল ইসলাম অপু। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাজার্সের হয়ে খেলা বাঁহাতি এই স্পিনার উইকেট পাওয়ার পর প্রতিবার দাঁড়িতে হাত বুলিয়ে উদযাপন করছেন।
আল্লু অর্জুনের ট্রেডমার্ক ভঙ্গি দিয়ে বিপিএলে উইকেট উদযাপন করে যাওয়া নাজমুল অপু বল হাতেও দারুণ সময় কাটাচ্ছেন। দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার শীর্ষে আছেন বাংলাদেশের এই স্পিনার। তবে উইকেট প্রাপ্তির চেয়ে তার উদযাপন নিয়েই বেশি আলোচনা।
মঙ্গলবার মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন নাজমুল অপু। ম্যাচ শেষে উদযাপন নিয়ে প্রশ্ন করা হলে আল্লু অর্জুনের 'পুষ্পা' চরিত্র দ্বারা অনুপ্রাণিত হওয়ার কথা জানান তিনি। সিলেট স্পিনার বলেন, 'আসলে পুষ্পা ছবিটা দেখেছি। ওখানে নায়কটা সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। খুব ভালো লাগছে ওই বিষয়টা। এ জন্য চিন্তা করলাম চ্যালেঞ্জ নেওয়া উচিত।'
পুষ্পা: দ্য রাইজ চলচ্চিত্রে ধ্বংসস্তূপ থেকে উঠে এসে রাজত্ব কায়েম করেন আল্লু অর্জুন। নাজমুল অপুর ক্যারিয়ারও এখন অন্ধকারে। দারুণ শুরুর পর ২০১৮ সালে জাতীয় ডাক মেলে তার। কিন্তু একটি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলার পর আর ডাক পড়েনি, ২০১৮ সালেই খেলেছেন সর্বশেষ ম্যাচ।
যদিও আপাতত মন ভালো নাজমুল অপুর, বিপিএলের পারফরম্যান্স নিয়ে খুশি তিনি। বাঁহাতি এই স্পিনার বলেন, 'আমি প্রথম ম্যাচ থেকে চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করার। উইকেট যথেষ্ট সহায়ক ছিল। তা ছাড়া আমার অধিনায়ক সব সময় বলছিল এটা-ওটা করা উচিৎ। খুব ভালো হচ্ছে।'
ব্যতিক্রমী উদযাপনের কারণে আগে থেকেই আলোচিত নাজমুল অপু। জাতীয় দলে অভিষেকের আগেই হাত দিয়ে ফনা বানিয়ে 'নাগিন' উদযাপনে নজর কাড়েন তিনি। যা পরবর্তীতে নাগিন ডান্সে পরিণত হয়। ২০১৮ নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারিয়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নাগিন ডান্স করে পুরো বাংলাদেশ দল। এবার বিপিএলে অন্য উদযাপনে হাজির হলেন তিনি।