বাড়িতে গাঁজা চাষের বৈধতা দেবে থাইল্যান্ড!
বাড়িতেই যেন বৈধভাবে গাঁজার চাষ করা যায়, সেজন্য একে ওষুধের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড। মঙ্গলবার কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
চিকিৎসা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য ২০১৮ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে গাঁজাকে বৈধ ঘোষণা করে থাইল্যান্ড।
নতুন নিয়মের অধীনে, স্থানীয় সরকারকে জানিয়ে যে কেউ নিজের বাড়িতেই গাঁজার গাছ লাগাতে পারবেন। তবে, পরবর্তী লাইসেন্স ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে এটি ব্যবহার করা যাবে না বলে সাংবাদিকদের জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল।
বাড়িতে গাঁজা গাছ লাগানোর নতুন এই নিয়মটি অবশ্যই আনুষ্ঠানিকভাবে সরকারের রয়্যাল গেজেটে প্রকাশিত হতে হবে এবং এর ১২০ দিন অতিবাহিত হওয়ার পরে এটি কার্যকর হবে থাইল্যান্ডে।
এদিকে, গাঁজার উৎপাদন ও এর আইনী, বাণিজ্যিক এবং বিনোদনমূলক ব্যবহারের বিস্তারিত বর্ণনা দিয়ে চলতি সপ্তাহে সংসদে একটি পৃথক খসড়া বিল পেশ করবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
খসড়া বিলটিতে সরকারকে না জানিয়ে বাড়িতে গাঁজা চাষের জন্য ২০ হাজার বাথ (থাইল্যান্ডের মুদ্রা) এবং লাইসেন্সবিহীন গাঁজা বিক্রির জন্য ৩ লাখ বাথ পর্যন্ত জরিমানা বা তিন বছরের জেল কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।
অর্থকরী ফসল হিসেবে থাইল্যান্ডের গাঁজা চাষের প্রচার পরিকল্পনার সর্বশেষ পদক্ষেপ এটি। বিশ্বব্যাংকের তথ্যমতে, দেশটির প্রায় এক-তৃতীয়াংশ শ্রমশক্তি কৃষিকাজে নিয়োজিত।
- সূত্র: রয়টার্স