কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় চ্যাম্পিয়ন বাংলাদেশের
গায়ে বিশ্ব চ্যাম্পিয়নের ট্যাগ, বর্তমান দলটাকে নিয়েও পাহাড় সমান প্রত্যাশা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশন নিয়েই ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল বাংলাদেশ যুব দল। কিন্তু স্বপ্নের অনেক দূরে থাকতেই থেমে গেল বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ভারতের বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলো যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
২০২০ বিশ্বকাপে আকবর আলীর নেতৃত্বে শ্রেষ্ঠত্বের মুকুট জেতে বাংলাদেশ। যা ছিল বাংলাদেশের প্রথম কোনো বৈশ্বিক ট্রফি জয়। এবারও একই লক্ষ্যে বিশ্বকাপ মিশনে যায় যুবারা। কিন্তু স্বপ্নের পথে এবার আর সাফল্যের মালা গাঁথা হলো না। শনিবার কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ৫ উইকেটে হেরে গেছে রাকিবুল হাসানের দল।
অ্যান্টিগার কলিজ ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। চরম ব্যাটিং ব্যর্থতায় ৩৭.১ ওভারে ১১১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ছোট লক্ষ্য পাড়ি দিতে নেমে বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়লেও জয় তুলে নিতে সমস্যা হয়নি ভারতের যুবাদের। ৩০.৫ ওভারে ৫ উইকেটে জয় নিশ্চিত হয় তাদের।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। রানের খাতা খোলার আগেই ভারতের ওপেনার হারনুর সিংহকে ফিরিয়ে দেন তানজিম হাসান সাকিব। এরপর অবশ্য আর উইকেটের দেখা মিলছিল না। দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন অংকৃশ রাঘুবানশি ও শাইক রাশিদ।
২০তম ওভারে গিয়ে এই জুটি ভাঙেন রিপন মণ্ডল। বাংলাদেশের ডানহাতি এই পেসারের শিকারে পরিণত হয়ে ফিরে যান ৪৪ রান করা অংকৃশ। এরপর হঠাৎ-ই জ্বলে ওঠেন তিনি। একটু পরই ২০ রান করা শাইককে সাজঘর দেখিয়ে দেন রিপন।
এরপর আরও ২ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দেন রিপন। যদিও তাতে ম্যাচের ভাগ্য ফেরানো যায়নি। ১৯.১ ওভার হাতে রেখেই জিতে যায় ভারত। রিপন ৩১ রানে ৪টি ও সাকিব একটি উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩ রানেই ওপেনার মাহফিজুল ইসলামকে হারায় বাংলাদেশ। এখান থেকে যে ভাঙনের সুর শুরু হয়, সেটা চলতেই থাকে। নিয়মিত ধারায় উইকেট হারানো বাংলাদেশ ৫৬ রানের মধ্যেই ৭ উইকেট খুইয়ে বসে। একে একে ফিরে যান ইফতিখার হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, রাকিবুল হাসান, আইচ মোল্লারা।
ভারত যুবাদের দারুণ বোলিংয়ে দিশেহারা হয়ে ওঠা বাংলাদেশ তখন মাঝ দরিয়ায়, মনে হয়েছে যেকোনো সময়ে গুটিয়ে যাবে তাদের ইনিংস। এমন সময়ে ধ্বংসস্তূপ থেকে আলোক বর্তিকা হাতে ছুটে আসেন মেহরব হোসেন ও আশিকুর জামান। শাসন করে যাওয়া ভারতের বোলারদের বিপক্ষে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে অষ্টম উইকেটে ৫০ রানের জুটি গড়েন এ দুজন।
মেহরব ৪৮ বলে ৬ চারে ৩৩ রান করে আউট হন। আশিকুর জামান ২৯ বলে ১ চারে ১৬ রান করেন। এর আগে আইচ মোল্লা ১৭ রান করেন। বাংলাদেশের এই তিন ব্যাটসম্যানই কেবল দুই অঙ্কের রান করেন। বাকিরা উইকেটে গেছেন আর ফিরেছেন। ৭ ওভারে মাত্র ১৪ রান খরচায় ৩টি উইকেট নেন রবি কুমার। এ ছাড়া ভিকি ওস্তাল ২টি এবং কৌশল তাম্বে ও অংকৃশ একটি করে উইকেট পান।