বিচ্ছেদের পরে আবারও একসঙ্গে সুস্মিতা-রোহমান!
তিন বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মাসখানেক আগে। কিন্তু আবারও একসঙ্গে দেখা গেল রোহমান শল এবং সুস্মিতা সেনকে। ঘনিষ্ঠ সূত্রে খবর, দু'জনকে সুস্মিতার বাড়ির নিচে একসঙ্গে দেখা গেছে।
গত ২৩ ডিসেম্বর ইনস্টাগ্রামে সুস্মিতা তার অনুরাগীদের উদ্দেশে রোহমানের সঙ্গে একটি ছবি দিয়ে লেখেন, 'আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে। বন্ধু হয়েই থাকব। সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু ভালোবাসাটা রয়ে গিয়েছে।'
সূত্রমতে, প্রাক্তন যুগলকে বলিউড অভিনেত্রীর বাড়ির তলায় আধ ঘণ্টা কথা বলতে দেখা যায়। তারপরে রোহমান সাবেক এই বিশ্বসুন্দরীর বাড়িতে প্রবেশ করেন। কয়েক ঘণ্টা ধরে সেখানে থাকার পরে দু'জনে মিলে গাড়িতে করে বেরিয়ে যান।
সুস্মিতার দুই দত্তক-কন্যা রেনে এবং আলিশার সঙ্গে রোহমানের সম্পর্ক খুবই ভাল। সুস্মিতার পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে রোহমানের। সূত্রের দাবি, এই সম্পর্ক কোনদিনও নষ্ট হবে না।
- সূত্র- আনন্দবাজার পত্রিকা