২৯ ফেব্রুয়ারি নিয়ে গুগলের বিশেষ ডুডল
ইংরেজি বর্ষপঞ্জি অনুসারে প্রতি চার বছর পর পর ফিরে আসে লিপ ইয়ার। ফলে সাধারণত ২৮ দিনে ফেব্রুয়ারি মাস শেষ হলেও এবার লিপ ইয়ারের কারণে তা শেষ হচ্ছে আজকের দিনে, ২৯ ফেব্রুয়ারি।
সূর্যের কক্ষপথে পরিক্রমার সঙ্গে পৃথিবীর দিনক্ষণ গণনার তারিখ ঠিক রাখতেই লিপ ইয়ারের প্রচলন। অর্থাৎ বাড়তি একটি দিন নিয়ে যেন লাফিয়ে বাড়ে ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ।
তারিখের লিপ বা লাফিয়ে বাড়ার এই থিমকে কেন্দ্র করেই গুগল ডুডলের সাম্প্রতিক আয়োজন। উদ্ভাবনী সৃজনশীলতায় গুগলের ইংরেজি বানান গো'র 'ও' অক্ষরে ২৮ লেখা হয়েছে এবার। এর মাধ্যমে ২৮ তারিখের প্রতীকী বিদায়কে ইঙ্গিত করা হয়।
অন্যদিক গুগুল বানানের পরবর্তী 'ও' অক্ষরটি বড় করে লিখে সেখানে বসানো হয়েছে ২৯ সংখ্যাটি। মাঝামাঝি অবস্থিত ২৯ সংখ্যাটি বিশেষ এনিমেশনে লাফ দিয়ে যেন স্বাগত জানাচ্ছে নতুন লিপ ইয়ারকে। এরপরের 'জি' অক্ষরেই বসানো হয়েছে নতুন মাস অর্থাৎ মার্চের ১ তারিখের ইঙ্গিত 'ওয়ান' সংখ্যাটি।
উল্লেখ্য, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে প্রায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় লাগে। কিন্তু যদি ৩৬৫ দিনে বছর ধরি, তাহলে চার বছর পর দেখা যাবে ২৩ ঘণ্টা ১৫ মিনিট ৮ সেকেন্ড সময় কম হিসাব করা হয়েছে। এই সমস্যা দূর করার জন্য প্রতি ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসে ১ দিন বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে।
শেষবার লিপ ইয়ার গণনা করা হয় ২০১৬ সালে।