বাংলাদেশসহ ছয় দেশের টিকাহীন নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে কাতার
উপসাগরীয় দেশ কাতারের কর্তৃপক্ষ কোভিড-১৯ বিস্তার রোধে সম্প্রতি 'ব্যতিক্রমী ভ্রমণ লাল তালিকা' প্রস্তুত করেছে। এ তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশসহ ছয়টি দেশ। এসব দেশ থেকে কেবল টিকাপ্রাপ্ত ব্যক্তিরাই কাতারে আসার অনুমতি পাবেন। তবে সেদেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাদের অন্তত দুদিন কোয়ারেন্টিন পালন করতে হবে। একইসঙ্গে এই ছয় দেশের টিকাহীন ব্যক্তিদের কাতার ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তালিকা অনুসারে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, নেপাল ও মিশর থেকে আসা টিকাপ্রাপ্ত ভ্রমণকারীদের কাতারে আসামাত্র দুই দিন হোটেলে থেকে কোয়ারেন্টিন পালন করতে হবে। আসার ৭২ ঘণ্টার মধ্যেই করাতে হবে আরটিপিসিআর টেস্ট। এছাড়া, কোয়ারেন্টিনের দ্বিতীয় দিনে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে।
কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এক ঘোষণায় এসব তথ্য জানিয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, টিকা ছাড়া উল্লেখিত ছয় দেশের নাগরিকদের কাতারে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।