ভাইরাল 'কাঁচাবাদাম' গানের নেপথ্য নায়ক, কে এই ভুবন বাদ্যকর?
ইন্টারনেট জগতে সক্রিয় আছেন কিন্তু কাঁচাবাদামের খবর পাননি, এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন! ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব- সবখানেই এখন 'কাঁচাবাদাম' শিরোনামের একটি মজার গানে সয়লাভ। মূল গান তো বটেই, বেরিয়েছে নানা রকম রিমিক্স এবং রিমেকও। এটুকু পড়েও যদি লেখার মাথামুন্ডু বুঝতে না পারেন তাহলে বলছি, পশ্চিমবঙ্গের এক অখ্যাত বাদাম বিক্রেতার নিজস্ব ঢংয়ে গাওয়া একটি গান হলো 'কাঁচাবাদাম'। ইন্টারনেতের কল্যাণে রাতারাতি বিখ্যাত বনে যাওয়া এই বাদাম বিক্রেতার নাম ভুবন বাদ্যকর।
নেটিজেনরা 'কাঁচাবাদাম'-এর তালে গান-নাচ সেরে ফেললেও কজনই বা ভুবন বাদ্যকর সম্পর্কে জানেন? কতখানি জানেন তার জীবন সম্পর্কে?
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের অধীনস্ত কুরালজুরি গ্রামের দুবরাজপুর ব্লকের বাসিন্দা ভুবন বাদ্যকর। পুরনো-ফেলনা জিনিসপত্রের বিনিময়ে বাদাম বিক্রি করাই তার পেশা। সাইকেলে করে বাদাম নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করেন ভুবন। দৈনিক ৩-৪ কেজি বাদাম বিক্রি করে ২০০-২৫০ রূপি আয় করেন তিনি।
ক্রেতা আকর্ষণের জন্য নিজেই লিখেছেন এবং সুর করেছেন 'কাঁচাবাদাম' গানটি। জানা গেছে, গানটি ভাইরাল হওয়ার পর এখন আগের চাইতে বেশি পরিমাণে বাদাম বিক্রি করেন তিনি। তবে ভুবন বাদ্যকরের পরিবারের আর্থিক অবস্থা মোটেই ভালো নয়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি চান মানুষ তার গান শুনুক। ভাইরাল গানের মাধ্যমেই সরকারের নজরে আসতে চান তিনি, যেন সরকার তাকে কিছু আর্থিক সহায়তা দেয়। আর্থিক সহায়তা পেলে স্থায়ী কোনো পেশা বেছে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ভুবন।
গত ১০ বছর যাবত বাদাম বিক্রির পেশায় আছেন ভুবন। কিন্তু হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খ্যাতিলাভ তাকে বিস্মিত করেছে। তার ভাষ্যে, বীরভূম ও বর্ধমান জেলায় বাদাম বিক্রির করার সময় কেউ একজন তার গান রেকর্ড করে। ভুবন আরও জানান, জনপ্রিয় একটি বাউল লোকসঙ্গীতের সুর থেকে অনুপ্রাণিত হয়ে নিজের এই গানটি সুর করেছেন তিনি। সে কারণেই এটি ইন্টারনেট দুনিয়ায় এতটা জনপ্রিয়তা পেয়েছে।
সম্প্রতি 'কাঁচাবাদাম' গান দিয়ে র্যাপ সঙ্গীত ঘরানায় একটি রিমেক বানানো হয়েছে, যেখানে আছেন স্বয়ং ভুবন বাদ্যকার। এই গানটিও মূল গানের মতোই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ইন্টারনেটে।ভুবন বাদ্যকরের কাঁচাবাদাম গানের তালে নেচেছেন দেশে-বিদেশের অসংখ্য সোশ্যাল ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে সাধারণ মানুষ। অনেকের কাছে ভুবন বাদ্যকার একজন অনুপ্রেরণা, যে কিনা শত বাধা-বিপত্তির পরেও জীবনের কাছে পরাজিত হননি, আর সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ!
সূত্র: মার্কেটিং মাইন্ড