এক মিনিটে পড়ুন: সমুদ্রের পানি এত লবণাক্ত কেন?
সমুদ্রের অধিকাংশ লবণ আসে এমন একটি প্রক্রিয়ায়, যেটি সংঘটিত হয় পৃথিবীর স্থলভাগে। বৃষ্টির পানিতে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড থাকে, যার ফলে বৃষ্টির পানি অ্যাসিডিক হয়।
এদিকে বৃষ্টির পানিতে ক্ষয়ে যায় স্থলের পাথর। ওই ক্ষয়ে যাওয়া পাথর থেকে নিঃসৃত হয় আয়ন, যেটি ইলেকট্রিক চার্জ বহন করে।
নদী ও ঝরনার পানি শেষ পর্যন্ত এসব দ্রবীভূত আয়নকে নিয়ে ফেলে সমুদ্রে। বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর কারণে পানি থেকে হারিয়ে যায় কিছু আয়ন। বাকি আয়নগুলো, বিশেষত সোডিয়াম ও ক্লোরাইড, পানিতেই থেকে যায়, এবং আরো বেশি জমাট বাঁধে।
মূলত এই দুটি আয়নের কারণেই সমুদ্রের পানি নোনা হয়।
এক হিসেবে দেখা গেছে, সমুদ্রের সব পানি যদি বাষ্পীভূত হয়ে যায় এবং লবণগুলো পৃথিবীপৃষ্ঠে সমানভাবে বিছিয়ে দেওয়া হয়, তাহলে ১৫২ মিটার পুরু একটি আস্তরণ পড়বে।
- সূত্র: হাউ ইট ওয়ার্কস