গণতন্ত্র সূচকে এক ধাপ উন্নতি বাংলাদেশের
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গণতন্ত্র সূচক ২০২১-এ এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগের বছরের তুলনায় নাগরিক স্বাধীনতা সূচকে উন্নতির ফলেই বাংলাদেশের এই অগ্রগতি।
১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তিউনিসিয়ার সঙ্গে যৌথভাবে ৭৫তম। বৃহস্পতিবার প্রকাশিত এই বৈশ্বিক সূচক নির্ধারিত হয়েছে পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে - নির্বাচন প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকার পরিচালনা, রাজনৈতিক অংশগ্রহণ, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা।
সব মিলিয়ে ১০ এর মধ্যে ৫ দশমিক ৯৯ স্কোর পাওয়া বাংলাদেশকে হাইব্রিড রেজিম বা মিশ্র শাসনের শ্রেণিভুক্ত করা হয়েছে। ইআইইউ-এর মতে, নানা ধরনের অনিয়মের কারণে এখানে নির্বাচন স্বাধীন ও স্বচ্ছ হতে পারছে না, দুর্নীতির বিস্তার বাড়ছে, এবং আইনের শাসন এখানে দুর্বল।
ইআইইউ ২০০৬ সালে যখন প্রথম এই সূচক প্রকাশ করে, তখন ৬ দশমিক ১১ স্কোর নিয়ে চিহ্নিত হয়েছিল ত্রুটিপূর্ণ গণতন্ত্র হিসেবে। কিন্তু পরের বছরই বাংলাদেশের স্ট্যাটাস মিশ্র শাসনে নেমে যায়, এবং তারপর থেকে এই ক্যাটাগরিতেই রয়েছে দেশটি।
বৈশ্বিক গণতন্ত্রের অবনমন চলছে
২০২১ সালের সূচকে বৈশ্বিক গড় স্কোর ৫ দশমিক ২৮, যা ২০২০ সালের ৫ দশমিক ৩৭ থেকে কম। এক বছরে সবচেয়ে বেশি স্কোর হ্রাসের রেকর্ড এটিই। তাছাড়া ২০০৬ সালে প্রথম এই সূচক প্রকাশের পর থেকে এবারই বৈশ্বিক স্কোর সবচেয়ে কম।
প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২১ সালে অধিকাংশ দেশেরই গড় স্কোর কমেছে বা আগের জায়গাতেই আটকে রয়েছে। উন্নতি ঘটেছে মাত্র ৪৭টি দেশের (২৮ দশমিক ১ শতাংশ)।
২০২১ সালে যে ৪৬টি দেশের অবস্থান 'স্থবির' রয়েছে, তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। ২০২০ সালের তুলনায় এ বছরও এই দেশগুলোর স্কোর অপরিবর্তিত রয়েছে।
১৬৭টি দেশের মধ্যে ৭৪টি দেশের সামগ্রিক স্কোরই ২০২০ সালের তুলনায় কমেছে।