নিজের ছবির টিকিট নিজেই বিক্রি করেছিলেন শাহরুখ?
বলিউডের যেসব সুপারস্টারদের নাম দেখেই ছবি হিট হয় তাদের মধ্যে শাহরুখ খানের নাম থাকবে শুরুতেই।
শুধু ভারত নয়, গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে তার অনুরাগীরা। এই শাহরুখই একবার মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহের বাইরে দাঁড়িয়ে নিজের সিনেমার টিকিট নিজেই বিক্রি করেছিলেন।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া 'কাভি হা কাভি না' ছবির সময় ঘটে এই ঘটনা। অ্যাডভান্স ই-টিকিট বুকিং পরিষেবার সময় ভক্তদেরকে অটোগ্রাফ দেওয়া টিকিট বিক্রি করেন তিনি। শাহরুখের ক্যারিয়ারের শুরুর দিকের সফল ছবিগুলোর মধ্যে একটি ছিল এটি।
তবে, ছবির পরিচালকের লিড হিরো হিসেবে প্রথমে পছন্দ ছিল না শাহরুখকে। তিনি জুহি আর আমিরকে চেয়েছিলেন মুখ্য চরিত্রে। সেকেন্ড হিরোর ভূমিকায় অভিনয়ের কথা ছিল শাহরুখের। তবে হঠাৎই ছবি ছেড়ে দেন আমির। তার জায়গায় আসেন শাহরুখ।
কাজের সূত্রে এ বছরের মার্চে 'পাঠান' ছবির একটি রোম্যান্টিক গানের শ্যুটে স্পেনে যাচ্ছেন দীপিকা আর শাহরুখ। স্পেনের মায়োকা ও কাইডিজ-কে গানের লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, 'জিরো' ছবিতে শেষবারের মতো দেখা যায় শাহরুখকে। কিং খানকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন তার ভক্তরাও।
এ বছরই মুক্তি পেতে পারে 'পাঠান'। ছবিতে ক্যামিও হিসেবে থাকবেন সালমান খানও।
- সূত্র: আনন্দবাজার