বিশ্বসেরা দাবাড়ুকে হারালেন ১৬ বছরের ভারতীয় কিশোর!
বর্তমানে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ১৬ বছর বয়সী ভারতীয় কিশোর রমেশবাবু প্রজ্ঞানন্দ।
রোববার এয়ারথিংস মাস্টার্সে অষ্টম রাউন্ডে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনকে হারান তামিলনাড়ুর এই কিশোর। চ্যাম্পিয়ন্স দাবা ট্যুরের অন্তর্গত এয়ারথিংস মাস্টার্স টুর্নামেন্ট ১৫ মিনিট ১০ সেকেন্ডের রাপিড ফর্ম্যাটে খেলা হচ্ছে অনলাইনে। খেলার সময় শান্ত ও স্থির থেকেই প্রজ্ঞা তার বয়স ও অভিজ্ঞতাকে ছাপিয়ে গেছেন। সেইসঙ্গে কার্লসেনের ভুল জয় এনে দিয়েছে ভারতীয় এই কিশোরকে। যদিও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন খেলায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু প্রজ্ঞা তাকে সুযোগ দেননি। ফলে টুর্নামেন্টে এক অসাধারণ জয় পান তিনি।
এই ম্যাচের আগে মাত্র একটি জয় এবং দুটি গেম ড্র করে বেশ চাপেই ছিলেন টুর্নামেন্টের কনিষ্ঠতম খেলোয়াড় প্রজ্ঞা। এরপরে যখন বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে তার খেলা পড়ে, তখন চাপটা বেশি হওয়াই স্বাভাবিক। তবে কার্লসেনের বিরুদ্ধে শুরু থেকেই খেলার ছন্দ ঠিক রাখতে পেরেছিলে ভারতীয় এই তরুণ দাবাড়ু।
মিডল গেমেই প্রজ্ঞানন্দ ভালো জায়গায় পৌঁছে যান। অন্যদিকে, কার্লসেনও ম্যাচে ফিরে নিজের সেরা মুভগুলো খেলতে থাকেন। কিন্তু প্রজ্ঞা তার মন্ত্রী আর ঘোড়া দিয়ে একের পর এর দারুণ চাল দিতে থাকেন। অবশেষে ম্যাচ ছাড়তে বাধ্য হন বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেন।
- সূত্র: সিএনএন