ক্যাচ ধরে প্রধানমন্ত্রীর পুরস্কার পাচ্ছেন জয়, লিটন-মুশফিককে অভিনন্দন
বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়েছে মাহমুদুল হাসান জয়ের। অভিষেকেই দারুণ ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। ওয়ানডেতেও তাকে ভবিষ্যৎ কাণ্ডারি ভাবা হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলে থাকলেও ওয়ানডে অভিষেক হয়নি জয়ের। এর আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার পেতে যাচ্ছেন তরুণ এই ক্রিকেটার।
দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতেছে বাংলাদেশ। এই ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেমে দারুণ এক ক্যাচ নেন জয়। এই ক্যাচ দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন। এ ছাড়া ১৩৬ রান করা লিটন কুমার দাস ও ৮৬ রান করা মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় ওয়ানডের পর এসব জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ম্যাচ শেষে নাজমুল হাসান বলেন, 'আমি জানি আপনারা সকলেই খুশি, সারা দেশের মানুষই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী আজকের খেলার জন্য ৫ বার ফোন করেছেন। চিন্তা করতে পারেন? টিভির সামনে সারাক্ষণ বসেছিলেন এবং প্রথমে যখন খেলা শুরু হলো তখন বলেছেন খুব খেলছে।'
সেঞ্চুরির পর বিসিবি সভাপতিকে ফোন করে লিটনকে ও দারুণ ইনিংস খেলা মুশফিককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এরপর জয়কে পুরস্কার দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। নাজমুল হাসান বলেন, 'সেঞ্চুরির পর লিটনকে অভিনন্দন জানান, মুশফিককেও। শেষে বললেন যে ক্যাচটা ধরল ওর নাম কী, ওকে পুরস্কার দিতে হবে। এত সু্ন্দর ক্যাচ ধরেছে সে। পুরো খেলাটা তিনি দেখেছেন এবং উপভোগ করেছেন, আমরা অত্যন্ত খুশি।'
৪৪ ওভারের খেলা চলছিল। মাহমুদউল্লাহ রিয়াদের করা দ্বিতীয় বলে স্লগ সুইপ করেন আফগানিস্তানের অফ স্পিনার মুজিব-উর-রহমান। বল কাউ কর্নারে গেলে ক্যাচটি নেন জয়। কিন্তু ভারসাম্য রাখতে পারেননি। আকাশে বল তুলে বাউন্ডারিরর বাইরে চালে যান তিনি। আকাশে বল থাকতেই তৎক্ষণাৎ ভেতরের দিকে লাফিয়ে ক্যাচটি নেন জয়। এমন দৃষ্টিনন্দন ক্যাচের কারণে প্রধানমন্ত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন তিনি।