দুই ঘণ্টার ছুটি নিয়ে শো রুম উদ্বোধনে সাকিব
চলছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে মঙ্গলবার ঢাকা ফিরেছে দুই দল। আগামী ৩ মার্চ থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরুর অপেক্ষায় বাংলাদেশ-আফগানিস্তান। চট্টগ্রাম থেকে ফিরে দুই দল যখন বিশ্রামে, সাকিব আল হাসান তখন শো রুম উদ্বোধনে ব্যস্ত।
আন্তর্জাতিক সিরিজ চলাকালীনই টিম হোটেল ছেড়ে গিয়ে শো রুম উদ্বোধন করলেন সাকিব। এদিন রাজধানীর তেজগাঁওয়ে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টার উদ্বোধন করেন বাংলাদেশ অলরাউন্ডার। গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন সাকিব। আন্তর্জাতিক সিরিজ চলমান থাকায় টিম ম্যানেজমেন্টের কাছ থেকে দুই ঘণ্টার ছুটি নিয়ে হোটেল থেকে বের হন সাকিব।
এ নিয়ে বাংলাদেশ দলের পক্ষ থেকে কথা বলতে কেউ-ই রাজি হননি। তবে টিম ম্যানেজমেন্টের এক সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'দুই ঘণ্টার জন্য ছুটি নিয়ে সাকিব বের হয়েছেন। নিয়ম অনুযায়ী, প্রয়োজন থাকলে অনুমতি সাপেক্ষে কেউ বের হতে পারবে। তবে টিম হোটলে চেক ইনের আগে অ্যান্টিজেন টেস্ট করাতে হয়, সাকিবের সেটি করানো হয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ আসার পরই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। '
ওয়ানডে সিরিজ শেষে দলের সঙ্গেই ঢাকা ফেরেন সাকিব, সঙ্গে ছিল তার পরিবারও। ঢাকা পৌঁছে ব্যক্তিগত গাড়িতে হোটেলে যান বাঁহাতি এই অলরাউন্ডার। চেক-ইন করে ইয়ামাহা ফ্ল্যাগশিপের অনুষ্ঠানে যোগ দিতে বেরিয়ে যান তিনি। এর আগে বিমানবন্দর থেকে দলের সবাই টিম হোটেলে যাননি। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্তরা যার যার বাসায় গেছেন। বাকিরা যান টিম হোটেলে।
শো রুম উদ্বোধন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে সাকিবকে অনুরোধ করা হয়। কিন্তু নিজের মোটর সাইকেল সংগ্রহ, পছন্দের মোটর সাইকেল ও নিরাপত্তা নিয়ে মন খুলে কথা বললেও ক্রিকেট প্রসঙ্গে তিনি বলেন, 'আজ হলিডেতে আছি। স্পোর্টস নিয়ে কোনো কথা বলব না।' বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলার বিষয়ে জানতে চাইলে অভিজ্ঞ ক্রিকেটার বলেন, 'খোলাসা করার কিছু নেই। জানতে চান জানতে পারবেন। আসেন, নাস্তার সময় হয়ে যাচ্ছে।'
গত ১৮ ফেব্রুয়ারি পর্দা নামা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের আগেরদিন বিতর্কের জন্ম দেন সাকিব। দুই অধিনায়কের আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ না নিয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে দিন পার করেন ফরচুন বরিশালের অধিনায়ক। সুরক্ষা বলয় ভাঙায় ওই ঘটনায় বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। জবাবে দুঃখ প্রকাশ করে ফরচুন বরিশাল।
বিপিএলের মতো এবারের সিরিজেও নেই জৈব সুরক্ষা বলয়। সুরক্ষা নীতি হিসেবে ব্যবহৃত হচ্ছে ম্যানেজড ইভেন্ট ইনভাইরোমেন্ট (এমইই) প্রটোকল। কড়াকড়ি কমিয়ে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের সুবিধার্থে এই সুরক্ষা নীতি বেছে নেওয়া হয়েছে। তবে নিয়ম অুনযায়ী কেউ টিম হোলেটের বাইরে গেলে তাকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই দলের সঙ্গে যোগ দিতে হবে।