আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু
কঠোর কোভিড -১৯ প্রোটোকলের মধ্যে আজ বুধবার (২ মার্চ) সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে আবারও সশরীরে ক্লাস শুরু হয়েছে।
এর আগে ১৮ ফেব্রুয়ারি, বাংলাদেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেয় সরকার।
২২ ফেব্রুয়ারি থেকে দেশের সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় ক্লাস শুরু হয়েছে।
চলতি বছরের ২১ জানুয়ারি সরকার ঘোষণা করে, ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল ও কলেজ বন্ধ থাকবে।
সংক্রমণ বাড়তে থাকায় এই নিষেধাজ্ঞা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
এছাড়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জোনাল অফিস, জেলা শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনের সাথে সমন্বয় করে এবং স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়।
১৭ মাস বন্ধ থাকার পর গত বছরের ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ চালু হয়।
২০২০ সালের ৪ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা ধরা পড়লে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার।