‘মাইন্ডটা ভালো আছে, ব্যাটে-বলে ভালো লাগছে’
বলা হয়, ক্রিকেট হচ্ছে মন ও মগজের খেলা। এখানে শরীরের চেয়ে মাথা, মনের ব্যবহার বেশি হয়। খেলার ধরন বোঝাতে কোচ, ক্রিকেটারদের অনেকেই এভাবেই বলে থাকেন। সেটা নতুন করে মনে করিয়ে দিলেন লিটন কুমার দাস। আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা বাংলাদেশের এই ব্যাটসম্যান জানালেন, মনটা ভালো আছে। এ কারণে ব্যাটে-বলে ভালো সংযোগ হচ্ছে। তাতে বড় ইনিংস খেলতে পারছেন তিনি।
আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রানের ফোয়ারা বইয়ে দেন লিটন। প্রথম ম্যাচে ১ রানে আউট হলেও পরের দুই ম্যাচে ব্যাট হাতে শাসন করেন বাংলাদেশ ওপেনার। দ্বিতীয় ওয়ানডেতে ১৩৬ রানের শৈল্পিক ইনিংস খেলা লিটন তৃতীয় ওয়ানডেতে করেন ৮৬ রান। তিন ম্যাচের সিরিজে লিটনই কেবল ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন। একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিসহ ৭৪.৩৩ গড়ে ২২৩ রান করেন তিনি।
রানের ধারা টি-টোয়েন্টিতেও ধরে রেখেছেন লিটন। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪৪ বলে ৬০ রানের মহাকার্যকর ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ব্যাট হাতে নামলেই রানের দেখা মিলছে লিটনের। এমন ধারাবাহিক ব্যাটিংয়ের কারণে লিটনকে প্রশ্ন করা হয়, সেরা সময়ের কাছাকাছি আছেন কিনা।
লিটন অবশ্য সেভাবে ভাবছেন না, তার মতে ভালো চিন্তাধারার কারণেই রানের দেখা মিলছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া লিটন বলেন, 'সেরা বা এমন কিছু নাই। না, এ রকম কিছু না। ভালো চিন্তাধারা আছে। মাইন্ডটা ভালো আছে, ব্যাটে-বলে ভালো লাগছে। ক্যারি করা যতটুকু, ততটুকু চেষ্টা করেছি।'
খারাপ সময় পেরিয়ে বুঝতে শুরু করেছেন লিটন। আগামীতে এভাবেই চেষ্টা করবেন জানিয়ে লিটন বলেন, 'আমার জন্য না, আমি মনে করি সবার জন্য। যদি চিন্তাধারা ঠিক থাকে, তাহলে ১২০ বলে অনেক সময়। যেহেতু খেলাটা আস্তে আস্তে বোঝা শুরু করেছি, আগে বুঝতাম না আসলে। এটা হিউম্যান ন্যাচার, যে যতো খেলবেন, ততোই বুঝবেন। আমি বোঝা শুরু করেছি, আগামীতে চেষ্টা করব যেভাবে দলকে সাহায্য করা যায়।'
ওয়ানডেতে রানের ধারায় আছেন লিটন, দীর্ঘদিন পর টি-টোয়েন্টিতেও ছন্দ খুঁজে পেয়েছেন। এ ছাড়া টেস্টে স্বপ্নের মতো সময় কাটছে তার। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ৯ টেস্টের ১৫ ইনিংসে ৫২.৬৬ গড়ে ৭৯০ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এ সময়ে দুই সেঞ্চুরির পাশাপাশি ৬টি হাফ সেঞ্চুরি করেন তিনি।